মাসিক ভ্যালিডিটির দুটি নতুন রিচার্জ প্ল্যান নিয়ে হাজির রাষ্ট্রায়ত্ত সংস্থা BSNL। নতুন এই প্ল্যানগুলিতে ৩০ দিন ভ্যালিডিটি পেয়ে যাবেন গ্রাহকরা। ১ জুলাই অর্থাৎ আজ থেকে এই প্ল্যানগুলি চালু হয়েছে। এবার থেকে ২২৯ টাকা ও ২৩৯ টাকা রিচার্জে BSNL প্রিপেড গ্রাহকরা এক মাস করে ল্যাক ভ্যালিডিটি পাবেন।
BSNL ২২৮ টাকা রিচার্জ: ২২৮ টাকা রিচার্জে প্রতিদিন ২GB করে ডেটা ব্যবহার করতে পারবেন। এছাড়াও এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল ও প্রতিদিন ১০০ টি করে SMS সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে। দৈনিক ডেটা ব্যবহারের সীমা অতিক্রান্ত হলে ইন্টারনেট স্পিড কমে ৮০ kbps হবে। এছাড়াও বেশ কিছু সুবিধা আরও পাওয়া যাবে এই রিচার্জে।
BSNL ২৩৯ টাকা রিচার্জ: ২৩৯ টাকা রিচার্জে ২২৯ টাকা প্ল্যানের সমস্ত সুবিধা তো থাকবেই সঙ্গে পেয়ে যাবে ১০ টাকা টকটাইম। এই প্ল্যানের সঙ্গেও প্রতিদিন ২GB ডেটা ব্যবহার করা যাবে। সঙ্গে আনলিমিটেড কল ও প্রতিদিন ১০০ টি SMS ব্যবহারের সুযোগ তো পাবেনই। এই প্ল্যান রিচার্জে পুরো মাস বৈধতা পেয়ে যাবেন। অর্থাৎ প্রতি মাসের নির্দিষ্ট দিনে রিচার্জ করা যাবে এই প্ল্যানটি।