বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি। এদিকে, শুক্রবার ভোরেই মাকে হারিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। সেই শোকের মধ্যেই পন্থের সুস্থতা কামনা করে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু টুইট করেই থেমে থাকেননি প্রধানমন্ত্রী মোদী। এর পাশাপাশি এই ভারতীয় ক্রিকেটের এই তরুণ উইকেট কিপারের মাকে ফোন করেন। ঋষভের স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার পাশাপাশি পাশে থাকার আশ্বাসও দিয়েছেন। এই কঠিন পরিস্থিতিতে মানসিকভাবে ভেঙে না পড়ার পরামর্শও দিয়েছেন নরেন্দ্র মোদী।
হাতে মাত্র কয়েকদিনের ছুটি। তাই উত্তরাখণ্ডে পরিবারের সঙ্গে নতুন বছরের প্রথম দিনটি কাটাতে চেয়েছিলেন ঋষভ। খুব ভোরে বাড়ি পৌঁছে মাকে চমকে দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেই ইচ্ছে পূরণ হল না তাঁর। মাঝপথেই ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি হন। নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর গাড়ি গার্ডরেলে ধাক্কা মারে এবং গাড়িতে আগুন ধরে যায়। এই ঘটনার পরই তাঁকে উদ্ধার করে সাততাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। তাঁর প্লাস্টিক সার্জারি করা হবে।
কেমন আছেন এই তরুণ ভারতীয় ক্রিকেটার পন্থ? তাঁর শারীরিক অবস্থাই বা কেমন? তাঁর কী ধরনের আঘাত লেগেছে? জানা গিয়েছে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে তাঁর। পন্থের অবস্থা প্রথমে খতিয়ে দেখেছিলেন সক্ষম হাসপাতালের চিকিৎসক সুশীল নাগার। তিনি জানিয়েছিলেন, ‘পন্থের হাড়ে চিড় ধরেনি। হাঁটুর লিগামেন্টে চোট লেগেছে তাঁর। ওকে যখন আমাদের হাসপাতালে আনা হয় তখন ওর জ্ঞান ছিল। আমার সঙ্গে ওর কথা হয়েছিল। মাকে চমক দেওয়ার জন্য বাড়ি ফিরছিল। পিঠে গভীর ক্ষত রয়েছে। তবে সেগুলো মোটেও পুড়ে যাওয়া থেকে নয়।’
পন্থের গাড়ি দিল্লি-দেরাদুন হাইওয়েতে রুরকির কাছে দুর্ঘটনার কবলে পড়ে। পন্থ। ঘটনার পর পন্থকে নিয়ে চিন্তায় পড়ে গেছে গোটা দেশ। অনেকেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন। সেই তালিকায় পাকিস্তানের ক্রিকেটারও রয়েছেন। অন্যদিকে ৩০ তারিখ মাতৃহারা হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্ত নিজে মাতৃহারা হলেও তিনি পন্থের খোঁজ নিতে ভোলেননি। টুইট করে ঋষভের দ্রুত সুস্থতা কামনা করে তিনি লেখেন, ‘জনপ্রিয় ক্রিকেটার ঋষভ পন্থের অবস্থা শুনে বেশ চিন্তায় পড়ে গেলাম। আমি ওর দ্রুত আরোগ্য কামনা করি।’
এরপর BCCI-এর পক্ষ থেকেও টুইট করে জানানো হয় যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পন্থের মা-কে ফোন করে খোঁজ নিয়েছেন। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, ‘মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঋষভ পন্থের মাকে ফোন করেছিলেন এবং তাঁর শরীরের অবস্থা জানতে চেয়েছেন। আমরা ওঁনাকে ধন্যবাদ জানাই এই কাজের জন্য।’
বর্তমানে দেরাদুনের ম্যাক্স হাসপাতালে ভর্তি রয়েছেন পন্থ। হাসপাতালের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, পন্থের কোনও হাড় ভাঙেনি, তবে একাধিক জায়গায় ক্ষত লেগেছে। তবে তাঁকে পুরোপুরি সুস্থ করে তুলতে একাধিক জায়গায় প্লাস্টিক সার্জারি করতে হবে। তাঁর ডান চোখের উপরেও পুড়ে যাওয়ার আঘাত রয়েছে। চিকিৎসকরা ইতিমধ্যেই পন্থের প্লাস্টিক সার্জারির প্রস্তুতি শুরু করেও দিয়েছেন বলে খবর। অন্যদিকে, ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে পন্থের শারীরিক অবস্থা স্থিতিশীল।
জানা গিয়েছে, ঋষভ পন্থের পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে কমপক্ষে ৬ মাস। তার আগে তাঁর পক্ষে খেলায় ফেরা সম্ভব নয়। কাজেই এবারের আইপিএল-এ খেলতে পারবেন না তিনি। ফলে তাঁকে ছাড়াই খেলতে হবে দিল্লি ক্যাপিটালসকে। পন্থের বিকল্প হিসেবে অধিনায়কের খোঁজ চালাচ্ছে দিল্লি ক্যাপিটালস।