1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

দাঁতে ছোপ পড়েছে? নিমিষে দূর করুন এই ঘরোয়া উপায়ে! রইল সহজ টিপস

প্রিয়াঙ্কা রায়

মে ২, ২০২২, ০৩:১৮ পিএম

দাঁতে ছোপ পড়েছে? নিমিষে দূর করুন এই ঘরোয়া উপায়ে! রইল সহজ টিপস

অনেকের দাঁতেই ছোপ পড়তে দেখা যায়। কারোর দাঁত হলুদ হয়ে পরে আবার কারোর দাঁত কালো হয়ে যায়। ঠিক করে ব্রাশ না করার কারণে কিংবা পান, খইনি কিংবা ঘুটকা জাতীয় খাবার খেলেও দাঁতে ছোপ পড়ে। সেক্ষেত্রে এই ধরনের খাবার খাওয়া বন্ধ করতে হবে। 

তবে ঘরোয়া কিছু উপায়েও দূর করতে পারেন দাঁতের ছোপ। ঘরোয়া পদ্ধতিতে দাঁতের ছোপ দূর করে দাঁত করে তুলুন সাদা, চকচকে। তবে কি ভাবে? চলুন দাঁত পরিষ্কার করার ঘরোয়া টিপসগুলি একনজরে দেখে নিই-

১) দাঁতের ছোপ দূর করতে নুন ও সর্ষের তেল বেশ উপকারী। এক্ষেত্রে নুন ও সর্ষের তেল দাঁতে ঘষুন। দিন ২ বার এভাবে দাঁত মাজলে উপকার পাবেন। 

২) এছাড়া নুন ও বেকিং সোডা ব্যবহার করতে পারেন। নুন ও বেকিং সোডা মিশিয়ে ব্রাশে নিয়ে ভালো করে দাঁত মাজুন। উপকার পারেন। 

৩) ত্বকের যত্নে উপকারী হলুদও দাঁত পরিষ্কার রাখতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়ে থাকে। এক্ষেত্রে কাঁচা হলুদের পেস্ট ব্রাশে নিয়ে দাঁত মাজুন। এতে দাঁত চটজলদি পরিষ্কার হবে। 

৪) এগুলি ছাড়াও কমলালেবুর খোসাও দাঁত চকচকে রাখতে সাহায্য করে। এক্ষেত্রে কমলালেবুর খোসা রোদে শুকিয়ে গুড়ো করতে হবে। সেই গুড়ো দিয়ে দাঁত মাজলে দাঁত চকচকে হবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন