গরম পড়তেই অনেকেই ঘামাচি হয়ে থাকে। আর ঘামাচি হলে গরমে আরো বেশি চিড়বিড় করে গা। গরমে ঘামের কারণে ঘমগ্রন্থি বন্ধ হয়ে পড়ে। আর সেখানে ঘামের নানা উপাদান বের হতে না পেরে জমা হতে ঘামাচির সৃষ্টি হয়ে থাকে। তবে এই গরমে আমার থেকে কিভাবে মুক্তি পাবেন এক নজরে দেখে নিন-
১) বৃষ্টির জল ঘামাচিতে লাগালে কিংবা শিলাবৃষ্টি হলে সেই শিল ঘামাচিতে লাগালে ঘামাচি দূর হয়ে যায়। তবে শিল না পেলেও বাড়িতে থাকা আইসব্যাগ নিয়ে ঘামাচিতে সেঁক করতে পারেন। ঘামাচি দূর হবে।
২) এছাড়া ঘামাচি দূর করতে নিমপাতা ও কাঁচা হলুদ পেস্ট করে গোলাপজল মিশিয়ে লাগাতে পারেন। এতেও ঘামাচি মরে যায়।
৩) ঘামাচি থেকে মুক্তি পেতে বেকিং সোডা ঠান্ডা জলে মিশিয়ে নিয়ে তা পরিষ্কার কাপড়ে করে ঘামাচির স্থানে দিয়ে রাখতে হবে। কিছুক্ষণ রেখে তা মুছে দিতে হবে। এতেও ঘামাচি দূর হবে।
৪) এগুলো ছাড়াও ঘামাচিতে অ্যালোভেরা ও কাঁচা হলুদ এর রস মিশিয়ে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর ধুয়ে দিন। এতেও দ্রুত ঘামাচি থেকে মুক্তি পাওয়া যায়।