বেশিরভাগ মানুষই বাজার থেকে নানান ক্রিম কিনে আনেন ও মাখেন ত্বক সুন্দর করে তুলতে। তবে সেসবের মধ্যে অনেক ধরণের কেমিক্যালস্ থাকার ফলে ত্বক ক্রমে রুক্ষ হতে শুরু করে। যে কারণে টাকা খরচ করেও তেমন কোনো লাভও হয় না। তাই ঘরোয়া উপাদান ব্যবহার করে বানিয়ে ফেলুন এই ফেসপ্যাক গুলি।
ঘরোয়া উপায় অনুসরণ করে এই প্যাক ব্যাবহার করলে ত্বক হবে উজ্জ্বল ও মসৃণ। জিনিসগুলি সকলের হাতের কাছেই থাকে। টিপসটি ফলো করতে বেশি কিছু উপাদান দরকার নেই। দেখে নিন-
প্রথমে একটি ফেসপ্যাক তৈরি করতে হবে যার জন্য লাগবে কলা, দুধ, মধু কিংবা গোলাপ জল। অর্ধেক কলা ভালো করে চটকে নিয়ে তাতে ৪ ভাগের এক ভাগ দুধ মেশাতে হবে। দুধের পরিবর্তে গোলাপ জলও ব্যবহার করতে পারেন। লেবুর এই মিশ্রণটি মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে তারপর ধুয়ে ফেলুন।
দ্বিতীয় যে ফেসপ্যাকটি তৈরি করবেন তার জন্য লাগবে কমলার খোসা ও দুধ। কমলার খোসা শুকিয়ে নিয়ে তা মিহি করে গুঁড়ো করতে হবে। এরপর তাতে দুধ মিশিয়ে পাঁচ মিনিট রেখে তা আপনার মুখে লাগান। এরপর ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে দুইদিন করে করলেই ত্বক হয়ে উঠবে সুন্দর ও মসৃণ।