1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

গরম পড়তেই দেখা দিয়েছে ট্যানের সমস্যা? কিভাবে ট্যান দূর করবেন? রইল ঘরোয়া টিপস

প্রিয়াঙ্কা রায়

এপ্রিল ৫, ২০২২, ০১:১৩ পিএম

গরম পড়তেই দেখা দিয়েছে ট্যানের সমস্যা? কিভাবে ট্যান দূর করবেন? রইল ঘরোয়া টিপস

কয়েকদিন হল গরমের তীব্রতা বেশ বৃদ্ধি পেয়েছে।কিন্তু গরমের জন্য তো আর থেমে নেই আমাদের কাজকর্ম, আর এই গরমে বাইরে বেরোলেই রোদের তাপে ত্বকে দেখা দিচ্ছে ট্যান। আর এই ট্যানের সমস্যা দূর করতে আজ আপনাদের জন্য রইলো কিছু ঘরোয়া টিপস। একনজরে সেগুলি দেখে নিন-

ট্যান দূর করতে ব্যবহার করতে পারেন টক দই। এটি ট্যান দূরীকরণে বেশ উপযোগী। যেভাবে ব্যবহার করবেন। এক কাপ টক দই এর সাথে আধ কাপ টমেটোর রস ও শসার রস মিশিয়ে ব্যবহার করতে হবে। এতে ট্যান দূর হবে। 

এছাড়া ট্যান দূর করতে লাগাতে পারেন অ্যালোভেরা জেল। সেক্ষেত্রে বাড়িতে অ্যালোভেরা গাছ থাকলে সেখান থেকে জেল বের করুন প্রথমে। এবং তা ত্বকে ব্যবহার করুন। এতে চটজলদি ট্যান দূর হবে। সপ্তাহে ৩-৪ দিন এটি ব্যবহার করুন, উপকার পাবেন। 

এগুলি ছাড়াও আরও একটি উপযোগী প্যাক রয়েছে সেটি হল লেবুর রস। সপ্তাহে ২-৩ দিন ত্বকে লেবুর রস তুলোই করে ব্যবহার করুন। এতে খুব ভালো উপকার পাবেন। নিমিষে দূর হবে ট্যান।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন