1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

শীতের দিনে বানিয়ে ফেলুন সুস্বাদু ক্ষীরের পাটিসাপটা, কিভাবে বানাবেন? রইল সহজ রেসিপি

সৌভিক বেজ

ডিসেম্বর ২৯, ২০২২, ১২:৪২ পিএম

শীতের দিনে বানিয়ে ফেলুন সুস্বাদু ক্ষীরের পাটিসাপটা, কিভাবে বানাবেন? রইল সহজ রেসিপি

প্রয়োজনীয় উপকরণ:
ক্ষীর বানাতে লাগবে- তরল দুধ- ৫০০ মি.লি., গুঁড়ো দুধ- ২ টেবিল চামচ, চিনি- ১/২ কাপ, এলাচ গুঁড়ো- সামান্য, সুজি- ২ চা চামচ

পিঠা বানাতে লাগবে- চালের গুঁড়ো- ১ কাপ, ময়দা- ১/২ কাপ, গুঁড়ো দুধ- ২ চা চামচ, চিনি- ৩ টেবিল চামচ, লবণ- ১ চিমটি

প্রস্তুত প্রনালী: প্রথমে তরল দুধ জ্বাল দিয়ে ঘন করে নিন। এবার দুধে চিনি ও সুজি মিশিয়ে নাড়তে থাকুন। এবার এর মধ্যে গুঁড়ো দুধ অ্যাড করতে পারেন তাহলে স্বাদও খুব ভালো হয়। গুঁড়ো দুধ মিশিয়ে নিয়ে ভালোভাবে নাড়ুন। ঘন হয়ে আসলে ক্ষীরে সামান্য এলাচ গুঁড়ো ছড়িয়ে দিন। ব্যস, পাটিসাপটার পুর রেডি।

এবার একটি বড় বোল নিয়ে তাতে ময়দা, চালের গুঁড়ো, মিল্ক পাউডার, চিনি, সামান্য লবণ একসাথে মিক্স করে নিন। পরিমাণমতো জল দিয়ে ব্যাটার বানাতে হবে। গোলা খুব বেশি ঘন হবে না, আবার একদম পাতলাও হবে না। তারপর ননস্টিকি সসপ্যান বা তাওয়া গরম করে ঘি ব্রাশ করে দিন। চামচের সাহায্যে পিঠার ব্যাটার দিয়ে দিন প্যানে। প্যানের হাতল ধরে ঘুরিয়ে চারদিকে ছড়িয়ে দিন, গোল রুটির মতো শেইপ হবে।

এবার এক কোণায় লম্বা করে ক্ষীর দিয়ে একদিক থেকে পিঠা ভাজ করে নিন। চুলার আঁচ একদমই কম রাখবেন। পিঠা উল্টেপাল্টে ভেজে নিয়ে তুলে ফেলুন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন