1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

আজকের স্পেশাল রেসিপি গার্লিক মাশরুম, কিভাবে বানাবেন? রইল সহজ পদ্ধতি

সৌভিক বেজ

জুলাই ২২, ২০২২, ১২:০৮ পিএম

আজকের স্পেশাল রেসিপি গার্লিক মাশরুম, কিভাবে বানাবেন? রইল সহজ পদ্ধতি

প্রয়োজনীয় উপকরণ: বাটন মাশরুম– ৪০০ গ্রাম, রসুন কোয়া– ৭-৮ টি, বাটার– ২ টে চামচ, কাঁচামরিচ– ৩-৪টি, সয়াসস– ২ চা চামচ, হট চিলি সস– ১ চা চামচ, টমাটো সস– ১ টে চামচ, গোলমরিচ গুঁড়া– স্বাদমতো, চিলি ফ্লেক্স– সামান্য (ইচ্ছা হলে দেবেন), ধনেপাতা কুচি– ইচ্ছামতো, জল– সামান্য, লবণ– স্বাদমতো নিয়ে নেবেন।

প্রস্তুত প্রনালী: প্রথমে প্যানে বাটার গরম করে কয়েক সেকেন্ড থ্যাতো করা রসুন ও কাঁচামরিচ ফালি একটু ভাজা ভাজা করে নিন। এইবার মাশরুম মিশিয়ে ২-৩ মিনিট মাঝারি আঁচে রান্না করে একে একে সব সসগুলি তার মধ্যে মিশিয়ে নিন।

প্রয়োজনে সামান্য জল, লবণ ও স্বাদমতো গোলমরিচ গুঁড়া মিশিয়ে দিতে পারেন। ঢাকনা দিয়ে ৮-১০ মিনিট রান্না করুন। এবার মাশরুম সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে ধনেপাতা কুচি ও ইচ্ছা হলে চিলি ফ্লেক্স মিশিয়ে নামিয়ে নিন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন