চুল ও ত্বকের নানা সমস্যায় আমরা জর্জরিত। চুল ওঠা, চুলের ডগা ফেটে যাওয়া, খুশকি ইত্যাদি সমস্যার সাথে সাথে ত্বকেরও একাধিক সমস্যা রয়েছে যেমন ত্বক রুক্ষ হতে পড়া, উজ্জ্বলতা কমে যাওয়া ইত্যাদি। তবে এই সব সমস্যার একটাই দাওয়ায় ভাতের মাড়। চুল তবে দেখে নিই কিভাবে ব্যবহার করবেন-
১) যারা চুল রং করেন তারা ঘরোয়া উপাদানের দ্বারায় চুল রং করুন। এক্ষেত্রে ভাতের মাড় এর সাথে সামান্য কফি গুড়ো মিশিয়ে নিতে হবে। তারপর ঐ মিশ্রণ ভালো করে চুলে লাগিয়ে নিতে হবে। কিছুক্ষণ রেখে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিতে হবে। এতে আপনার চুল হালকা বাদামি রঙের হয়ে উঠবে।
২) এছাড়া চুল রুক্ষ হওয়া, ডগা ফেটে যাওয়া থেকে রক্ষা করতে এবং চুল মজবুত করতেও ব্যবহার করতে পারেন ভাতের মাড়। এক্ষেত্রে ভাতের মাড় এর সাথে লেবুর রস মিশিয়ে চুলে ভালো করে লাগাতে হবে। তারপর কিছুক্ষণ রেখে শ্যাম্পু করে নিতে হবে।
৩) অন্যদিকে ত্বক উজ্জ্বল, মসৃণ ও কোমলও উপকারী ভাতের মাড়। সেক্ষেত্রে ২ চামচ ভাতের মাড়, ১ চামচ মধু মিশিয়ে নিতে হবে। এরপর এই মিশ্রণটি সারা মুখে লাগিয়ে নিন। আধ ঘণ্টা রেখে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন।
৪) এছাড়া ত্বকের যত্নে স্প্রে তৈরি করেও রাখতে পারেন। এক্ষেত্রে ৪ চামচ ভাতের মাড়, ১চামচ অ্যালোভেরা জেল ও সামান্য রিঠার জলের সঙ্গে মিশিয়ে ওই মিশ্রণ একটি স্প্রে বোতলে ভরে ফ্রিজে রাখতে পারেন। এটি ত্বকের পক্ষে বেশ উপকারী। ত্বক সতেজ রাখতে এবং ত্বক উজ্জ্বল রাখতেও উপকারী। প্রতিদিন দু’তিন বার এটি দিয়ে মুখ ধুতে পারেন।