কমলালেবুর কথা শুনে নিশ্চয় শীতকালের কথা মনে পড়ে গেল। এই তীব্র গরমের চেয়ে শীতকালই বেশ ভালো বলা চলে। শীতে ত্বকের সমস্যা দেখা দেয় কম। তবে গরম পড়তেই ত্বকের হাজারো সমস্যার সম্মুখীন হতে হয়। তারমধ্যে অন্যতম হল ব্রণের সমস্যা। তবে ত্বকের নানা সমস্যা দূর করতে অন্যতম উপকারী হল কমলালেবু।
বর্তমানে শীত হোক কিংবা গরম সব কালেই সব ধরনের ফল, সবজি পাওয়া যায়। অর্থাৎ গরমে যেমন শীতের ফল, সবজি পাওয়া যায়, তেমনই শীতে গরমের ফল, সবজি পাওয়া যায়। তাই এই গরমে ত্বকের সমস্যা দেখা দিলে ব্যবহার করতে পারেন কমলালেবু। চলুন তবে ত্বকের যত্নে কমলালেবুর উপকারিতাগুলো দেখে নেওয়া যাক-
১) কমলালেবু আমাদের ত্বক উজ্জ্বল করতে এবং ত্বকের মৃত কোষ তুলতেও সাহায্য করে। এক্ষেত্রে আপনি প্রথমে কমলালেবুর খোসা রোদে শুকিয়ে নেবেন ভালো করে। তারপর শুকনো কমলালেবুর খোসা মিক্সিতে গুড়ো করে নেবেন। এরপর পরিমাণ মত গুড়ো নিয়ে তাতে মধু ও মুলতানি মাটি মিশিয়ে একটি স্ক্রাব তৈরি করে নিন। এরপর এই স্ক্রাব মুখে লাগিয়ে হালকা হাতে স্ক্রাব করুন। এভাবে কিছুক্ষন রেখে ধুয়ে ফেলুন। এতে ত্বক উজ্জ্বল হওয়ার সাথে সাথে ত্বকের মৃত কোষ দূর হবে। তবে ব্রণের উপর বেশি স্ক্রাব ঘষবেন না।
২) এছাড়া কমলালেবুর খোসা গুড়ো এর সাথে দুধ কিংবা জল মিশিয়ে একটি প্যাক তৈরি করতে পারেন। সেই প্যাক মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। এতে ত্বকে বয়সের ছাপ দূর হবে। ত্বকের তারুণ্য বজায় থাকবে।
৩) অন্যদিকে যারা ব্রণের সমস্যায় ভুগছেন তারা ব্রণের ওপর কমলালেবুর আলতো হতে ঘষে লাগান। এতে ব্রণ চটজলদি শুকিয়ে যাবে। এবং ত্বক ব্রণ মুক্ত হয়ে উঠবে। এছাড়া কমলালেবুর রস মুখে লাগালে ত্বকও তরতাজা থাকবে।