বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ বড় ঘোষণা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য। ফের পরিবর্তন আনা হয়েছে উচ্চ মাধ্যমিকের সূচিতে। ২ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও, তা শুরু হচ্ছে না। জেইই মেইন (JEE Main 2022) পরীক্ষা একই সময়ে পড়ায় পিছিয়ে যেতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই জন্যই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে পরীক্ষা সূচিতে বদল আনতে হচ্ছে। যদিও বিষয়টি নিয়ে সরকারিভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।
মঙ্গলবার কেন্দ্রের পক্ষ থেকে JEE মেইন পরীক্ষা ১৬ থেকে ২১ এপ্রিল পর্যন্ত ঘোষণা করা হয়েছে। এরপর আজ বুধবার মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে নবান্নে বৈঠক করেন। সেই বৈঠকেই জানিয়ে দেওয়া হয়েছে যে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচিতে আবারও বদল আনা হচ্ছে। জানা গিয়েছে, আগামী সপ্তাহেই নতুন পরীক্ষার সূচি ঘোষণা করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
উচ্চ মাধ্যমিক এপ্রিলের ২ তারিখ থেকে শুরু হয়ে ২০ তারিখ শেষ হওয়ার কথা ছিল। এর মধ্যেই মঙ্গলবার ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) পক্ষ থেকে জানানো হয়, চলতি বছর দু`বার সর্বভারতীয় জয়েন্ট পরীক্ষা (জেইই-মেন) হতে চলেছে। প্রথম পর্যায়ের পরীক্ষা হবে আগামী এপ্রিলে। এরপর দ্বিতীয় দফার পরীক্ষা পরের মাসে অর্থাৎ মে মাসে হবে।
এদিকে, সর্বভারতীয় জয়েন্ট পরীক্ষা আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আগামী ১৬ এপ্রিল থেকে ২১ পর্যন্ত প্রথম পর্যায়ে প্রথম পর্যায়ের ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা হবে। দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা হবে আগামী ২৪ মে থেকে ২৯ মে।’ জানা গিয়েছে ১ মার্চ থেকেই JEE মেইন পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন জানানো শেষ তারিখ ৩১ মার্চ। হিন্দি, ইংরেজি এবং গুজরাতির পাশাপাশি অসমিয়া, বাংলা, কন্নড়, মালায়ালম, মারাঠি, ওড়িয়া, পঞ্জাবি, তেলুগু, উর্দুতেও পরীক্ষা হবে।
এই পরিস্থিতিতে JEE মেইন এবং উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের পরীক্ষার দিন মিলে যাচ্ছে। তাই উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবছরে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা ৮ লক্ষেরও বেশি। ২১ সালের ১ নভেম্বর পরীক্ষার দিন ঘোষণা করেছিল সংসদ। এদিকে, এর মধ্যে কেন্দ্রের তরফে পরীক্ষার দিন ঘোষণা হওয়ায়, সমস্যা তৈরি হয়েছে। জয়েন্ট পরীক্ষাতে রাজ্যের কয়েক হাজার পড়ুয়া অংশগ্রহণ করে। তাই সবদিক বিবেচনা করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন পিছতে হচ্ছে রাজ্যকে। আগামী সপ্তাহে ঘোষণা হবে পরীক্ষার দিনক্ষণ।