1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

ফের বড় স্বীকৃতি রাজ্যের! শিক্ষার পর এবার শিল্পেও ‘স্কচ অ্যাওয়ার্ড’ পাচ্ছে রাজ্য

আত্রেয়ী সেন

জুন ১, ২০২২, ০৮:০৩ পিএম

ফের বড় স্বীকৃতি রাজ্যের! শিক্ষার পর এবার শিল্পেও ‘স্কচ অ্যাওয়ার্ড’ পাচ্ছে রাজ্য

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ আবারও বড় স্বীকৃতি রাজ্যের ঝুলিতে। ইজ অফ ডুয়িং বিজনেস ক্যাটাগরিতে দেশের মধ্যে সেরার স্বীকৃতি পেল পশ্চিমবঙ্গ। শিল্প ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য স্কচ-এর ‘স্টার অব গভর্নেন্স অ্যাওয়ার্ড’ দেওয়া হবে রাজ্যকে। 

আগামী ১৮ জুন দিল্লিতে এই এই সম্মান তুলে দেওয়া হবে রাজ্যের হাতে। প্রাধানত অনলাইন পরিষেবা শুরু করা, শিল্পের ক্ষেত্রে ৫০০ টি নতুন নীতি তৈরি করা-সহ একাধিক ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্যই বাংলাকে বেছে নেওয়া হয়েছে এই সম্মানের প্রাপক হিসেবে।

রাজ্যের এই স্বীকৃতির কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই টুইট করে জানিয়েছেন। টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘প্রায় ১০০ টি অনলাইন পরিষেবা, প্রায় ৫০০ টি শিল্প সংক্রান্ত সমস্যা দূরীকরণ নীতি-সহ আরও অন্যান্য কাজের জন্য এই পুরস্কার দেওয়া হচ্ছে রাজ্যকে।’

উল্লেখ্য, এর আগে শিক্ষা ক্ষেত্রেও অসামান্য অবদানের জন্য এই সম্মান পেয়েছিল রাজ্য। আর এবার একইভাবে শিল্প ক্ষেত্রেও একই সম্মান পেল বাংলা। এই স্কচ সংস্থাটি বিভিন্ন আর্থ-সামাজিক ক্ষেত্রে উন্নয়নমূলক কাজের জন্য সম্মানিত করে থাকে। এর আগেও এই সম্মানে সম্মানিত হয়েছে বাংলা। শিল্প ক্ষেত্রের পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে পাওয়া এই সম্মান একই দিনে রাজ্যের প্রতিনিধির হাতে তুলে দেওয়া হবে, অর্থাৎ ১৮ জুন দিল্লি থেকে এই পুরস্কার রাজ্যের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হবে। মানে একই দিনে জোড়া পুরস্কার পাবে রাজ্য। 

সম্প্রতি রাজ্য সরকারের থেকে বেশ কিছু পদক্ষেপ করা হয়েছে অনলাইন পরিষেবা চালু করার জন্য। এই অনলাইন পরিষেবা চালুর মাধ্যমে নাগরিক পরিষেবা অনেক সহজ হয়েছে আগের থেকে। যে কাজগুলি আগে সংশ্লিষ্ট সরকারি দফতরে গিয়ে করতে হত, এখন সেই কাজগুলিই বাড়ি বসেই করা যায়। এমনকি বর্তমানে জন্ম-মৃত্যু পোর্টালও চালু করেছে রাজ্য সরকার।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন