বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ জিওমেট্রিক্যাল সার্ভে বা স্বাস্থ্য পরীক্ষার জন্য আগামী রবিবার, চলতি মাসের ১৩ তারিখ ৬ ঘণ্টার জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু (দ্বিতীয় হুগলি সেতু)। ওই দিন বিদ্যাসাগর সেতুতে বন্ধ থাকবে যান চলাচল। জানা গিয়েছে, ওইদিন সকাল ৮ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত উভয়দিকেই কোনও যান চলাচল করবে না। এমনটা জানানো হয়েছে সেতুর তদারকির দায়িত্বে থাকা সংস্থা এইচআরবিসি এবং কলকাতা পুলিশের পক্ষ থেকে।
জানা গিয়েছে, ওই দিন দ্বিতীয় হুগলি সেতুতে ৬ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার কারণে, যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে খিদিরপুর রোড, এজেসি বোস রোড, জিরাট আইল্যান্ড, সেন্ট জর্জেস গেট রোড-এ। জানা গিয়েছে, এজেসি বোস রোড ধরে জিরুট আইল্যান্ডের দিক থেকে দ্বিতীয় হুগলি সেতু-গামী গাড়িগুলিকে টার্ফ ভিউ থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। এর ফলে গাড়িগুলি সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্রান্ড রোড ধরে হাওড়া ব্রিজে উঠতে পারবে।
আবার জে এন আইল্যান্ডের দিক থেকে কে পি রোড ধরে দ্বিতীয় হুগলি সেতুগামী গাড়িগুলিকে ফারলং গেট থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। এতে যানবাহনগুলি একইভাবে সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্রান্ড রোড ধরে হাওড়া ব্রিজে উঠতে পারবে।
অন্যদিকে, খিদিরপুরের দিক থেকে সিজিআর রোড ধরে যেসব গাড়ি দ্বিতীয় হুগলি সেতুর দিকে আসবে, সেগুলিকে হেস্টিংস ক্রসিং থেকে সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্রান্ড রোড দিয়ে হাওড়া ব্রিজের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। এছাড়াও কে পি রোড ধরে দ্বিতীয় হুগলি সেতুর দিকে আসা গাড়িগুলিকে ওয়াই পয়েন্ট থেকে ফারলং রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। এতে গাড়িগুলি রেড রোড ধরে হাওড়া যাবে।
- TAGS
- Vidyasagar Setu
- closed
- HRBC