শুক্রবার সন্ধ্যায় দুর্ঘটনার মুখে পড়লেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। একটি লড়ির সঙ্গে তার বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। অল্পের জন্য প্রাণে বাঁচেন তৃণমূল বিধায়ক। এখন আপাতত স্থিতিশীল আছেন তিনি।
এদিন সন্ধ্যায় বেলঘরিয়ার একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। কিন্তু রাস্তায় গাড়ি জ্যামে আটকে যাওয়ায় তিনি হঠাৎ এই সিদ্ধান্ত নেন বাইকে করে যাবেন সেই অনুষ্ঠানে। যেমন ভাবা তেমন কাজ। বাইকে করে পুষ্প প্রদর্শনীর সেই অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। কিছুটা যাওয়ার পরেই একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তার বাইকের। বাইক থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন মদন মিত্র।
এরপরই তড়িঘড়ি তার অনুগামী এবং নিরাপত্তারক্ষীরা তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই প্রাথমিক চিকিৎসা হয় তাঁর। পায়ে চোট লেগেছে বিধায়কের। আপাতত বিশ্রামে থাকারই পরামর্শ দিয়েছেন চিকিৎসক। এরপর বিধায়ক নিজেই জানান, "মৃত্যু মুখ থেকে বেঁচে ফিরলাম"।
এদিকে বিধায়ক পড়ে যেতেই হুলুস্থুল বেধে এলাকায়। সঙ্গে সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়ে। লরিচালককে মারধর করতে উদ্যত হয় সকলে। তবে তাতে বাধা দেন খোদ তৃণমূল বিধায়ক।