বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ ফের একবার পদ্মশিবিরে বড় ভাঙন। তৃণমূলে যোগ দিতে চলেছেন বিক্ষুব্ধ বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। সূত্র তেমনটাই বলছে। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে আজই তিনি জোড়াফুল শিবিরে যোগ দিতে চলেছেন।
এদিকে, গতকালই জয়প্রকাশ মজুমদারের সঙ্গে বৈঠক করেছিলেন লকেট চট্টোপাধ্যায়। এরপর আজই তৃণমূলে যোগ দিচ্ছেন তিনি। শুধু জয়প্রকাশই নয়, এই বৈঠকে ছিলেন রীতেশ তিওয়ারি, সায়ন্তন বসুও। বিধানসভা নির্বাচনের পর বারবার রাজ্য নেতৃত্বের একাংশের বিরুদ্ধে ক্ষোভও উগরে দিয়েছেন জয়প্রকাশ মজুমদার। সব মিলিয়ে রাজ্য বিজেপিতে এখন ঘোর সঙ্কট।
এর আগে কেন্দ্র, রাজ্য উভয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন জয়প্রকাশ মজুমদার। পাশাপাশি দলের ভুলত্রুটি বোঝাতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তুলনা করেন। উল্লেখ্য, চলতি বছরের ২৫ জানুয়ারি তিনি মন্তব্য করেছিলেন যে, ‘লড়াই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়, যাঁকে সারা ভারতে এখন মনে করা হয়, অত্যন্ত কুশলী স্ট্র্যাটেজিস্ট, অভিজ্ঞতাসম্পন্ন নেত্রী। এবার আমি মেসির টিমের সঙ্গে খেলতে নামব তিনদিন প্র্যাকটিস করে?’ তাঁর এই মন্তব্য ভালভাবে নেয়নি দল। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জয়প্রকাশ মজুমদার এবং রীতেশ তিওয়ারিকে শোকজ করে রাজ্য বিজেপি নেতৃত্ব। তবে, এখানেই শেষ নয়, উত্তর দেওয়ার আগেই তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়।
জানা গিয়েছে, এবার তৃণমূলে যোগ দিতে চলেছেন বিজেপির এই বিক্ষুব্ধ নেতা। আজই নজরুল মঞ্চে তৃণমূল নেত্রী তথা সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন জয়প্রকাশ মজুমদার। ইতিমধ্যেই তিনি নাকি নজরুল মঞ্চে পৌঁছেও গিয়েছেন। উল্লেখ্য, ২০১৪ সালে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন জয়প্রকাশ মজুমদার। আর এবার সেই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন তিনি, যে বিজেপির হয়ে এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময়ে সুর চড়িয়েছেন।
উল্লেখ্য আজ নজরুল মঞ্চে তৃণমূলের সাংগঠনিক বৈঠক থেকে দলের নতুন রাজ্য কমিটি ঘোষণা করা হবে। সেখানেই উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শাসকদলের অন্যান্যরা। সেখানেই তৃণমূলের পতাকা হাতে তুলে নেবেন জয়প্রকাশ মজুমদার।
অন্যদিকে, জানা গিয়েছে যে, জয়প্রকাশ মজুমদার তৃণমূলে যোগ দিচ্ছেন, এ ব্যাপারে নিশ্চিত হওয়ার পরই, তাঁকে বিজেপি থেকে পাকাপাকিভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় বিজেপির পক্ষ থেকে। সেকথা জানিয়েওছে বিজেপি ইতিমধ্যেই।
প্রসঙ্গত উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের পরই বিজেপির রাজ্য কমিটি থেকে জয়প্রকাশ মজুমদার-সহ অনেক পুরনো নেতা বাদ পড়েন। এরপরই দলের বর্তমান রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেন জয়প্রকাশ। তাঁর মুখে তৃণমূলের সুপ্রিমোর প্রশংসাও শোনা যায়। এরপরই দল বিরোধী কাজের জন্য তাঁকে শাস্তিস্বরূপ সাময়িক বহিষ্কার করা হয়।
- TAGS
- bjp
- leader
- jayprakash majumdar
- tmc