বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ বিকেলেই উদ্বোধন হতে চলেছে শিয়ালদহ মেট্রো স্টেশনের। সোমবার বিকেলে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির হাত ধরেই উদ্বোধন হবে নবনির্মিত শিয়ালদহ মেট্রো স্টেশনের।
আজ শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধন হলেও, যাত্রী পরিষেবা চালু হবে আগামী বৃহস্পতিবার থেকে। আজ ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটের ফুলবাগান থেকে শিয়ালদহ পর্যন্ত লাইনের সম্প্রসারিত অংশের উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। এবার শিয়ালদহ থেকেই সোজা সেক্টর ফাইভ পর্যন্ত খুব কম সময়েই পৌঁছে যাওয়া যাবে। পুজোর আগেই সেক্টর ফাইভে কাজ করা তথ্য প্রযুক্তি কর্মীদের জন্য এটা বড় উপহার বলা যেতে পারে, মেট্রোরেল কর্তৃপক্ষের তরফ থেকে।
এর ফলে দিনের ব্যস্ত সময়ে হওয়া তীব্র যানজট এড়িয়ে, শিয়ালদহ থেকে সহজেই ফুলবাগান হয়ে মেট্রো আপনাকে পৌঁছে দেবে সল্টলেক সেক্টর ফাইভে। উল্লেখ্য, এর আগে গত মার্চ মাসেই সল্টলেক সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত মেট্রো চলাচল শুরু হয়ে গিয়েছে।
শিয়ালদহ মেট্রোর যাত্রী পরিষেবা চালু হবে আগামী বৃহস্পতিবার থেকে। জানা গিয়েছে, মোট ১০০ টি ট্রেন চালানো হবে। ব্যস্ত সময়ে ১৫ মিনিট অন্তর এবং দিনের অন্য সময়ে ২০ মিনিটের ব্যবধানে মেট্রো পরিষেবা মিলবে। প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬ টা ৫৫ মিনিটে। আর শেষ ট্রেন ছাড়বে রাত সাড়ে ৯ টায়।
এবার আসা যাক ভাড়ার প্রসঙ্গে। শিয়ালদহ থেকে ফুলবাগান ১০ টাকা ভাড়া। শিয়ালদহ থেকে সল্টলেক স্টেডিয়াম ১০ টাকা ভাড়া। শিয়ালদহ থেকে বেঙ্গল কেমিক্যাল ১০ টাকা ভাড়া। আবার শিয়ালদহ থেকে সিটি সেন্টার ২০ টাকা ভাড়া। শিয়ালদহ থেকে সেন্ট্রাল পার্ক ২০ টাকা ভাড়া। শিয়ালদহ থেকে করুণাময়ী ২০ টাকা ভাড়া। আর শিয়ালদহ থেকে সেক্টর ফাইভও ২০ টাকা ভাড়া।