২১ হাজার পদে নিয়োগ দুর্নীতি হয়েছে। আদালতে এমনটাই জানিয়েছেন সিবিআই এর সিটের নবনিযুক্ত প্রধান অশ্বিন শেনভি। যেটুকু আমরা জানি এবার এই দাবি শুনে, বিচারপতি বিশ্বজিৎ বসু সাফ জানিয়ে দিয়েছেন এই অপরাধে যুক্ত কাউকেই রেয়াত করা হবে না।
গ্রুপ ডি নিয়োগের দুর্নীতি মামলায় এদিন নবনিযুক্ত প্রধান সিবিআই সিটের অশ্বিন শেনভিকে উপস্থিত থাকতে বলেছিলেন বিচারপতি। সেখানেই সিবিআই সিটের প্রধান জানান, এখনো পর্যন্ত ২১ হাজার পদে নিয়োগ দুর্নীতি হয়েছে। তার মধ্যে ৯০০০ এর বেশি উত্তরপত্র বিকৃত করা হয়েছে। এছাড়াও তিনি জানিয়েছেন মেধা তালিকায়ও গোলমাল রয়েছে।
এদিন আদালতে সিবিআই এর সিট প্রধান দাবি করেন, উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে উদ্ধার হওয়া এসএসসি-র হার্ড ডিস্কই এই তদন্তের মোড় ঘুরিয়ে দিয়েছে।র্নীতি অনেক বড়! এই সব নথি এসএসসি-কে দেখানো হয়েছে। সিটের প্রধানের চাঞ্চল্যকর দাবি শুনে সিঙ্গল বেঞ্চের বিচারপতি বিশ্বজিৎ বসু উল্লেখ করেন, দুর্নীতিতে যুক্ত আছে এমন কাউকে ছেড়ে কথা বলা হবে না।
এদিন বিচারপতি বলেন, "জল থেকে কাদা সরিয়ে জলটাকে স্বচ্ছ করুন।যে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন, তাঁরা শুধু ফলাফলের আশায় বসে রয়েছেন। আমি অবাক হচ্ছি, তদন্তে আপনার যা সাহায্য লাগবে আদালতে এসে জানাবেন। আদালত সব রকম সাহায্য করবে। এই দুর্নীতির শেষ দেখা দরকার। যারা এই দুর্নীতিতে যুক্ত তাঁদের কাউকে ছাড়া হবে না।"এছাড়াও যখন যা সাহায্য লাগবে আদালত সব রকম সাহায্য করবে বলেও এদিন আশ্বাস দেন বিচারপতি।
- TAGS
- নিয়োগ দুর্নীতি
- CBI
- বিচারপতি