ভোট পরবর্তী হিংসা মামলায় আজ হাইকোর্টে তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে সিবিআই। দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার ঠিক এক মাস পর এই তৃতীয় রিপোর্ট জমা দেওয়া হচ্ছে। জানা গিয়েছে, এদিন ১০টি চার্জশিট, একটি এফআইআর ও একটি প্রাথমিক তদন্তের রিপোর্ট জমা দেওয়া হবে।
রাজ্যে ভোট পরবর্তী হিংসার তদন্ত চলছে পুরোদমে। অভিযোগের ভিত্তিতে জেলায় জেলায় গিয়ে তদন্ত শুরু করেছে সিবিআই। ইতিমধ্যেই একাধিক এফআইআর দায়ের হয়েছে। ভোট মিটে যাওয়ার পর রাজ্যে একাধিক জেলা থেকে ভোট পরবর্তী হিংসা নিয়ে অভিযোগ তুলেছিল বিজেপি। এরপর মানবাধিকার কমিশনের ওই রিপোর্টে জানানো হয়েছিল, এই সমস্ত জায়গায় শাসকদলের কর্মী-সমর্থকরা অত্যাচার চালাচ্ছেন। অনেকের বাড়ি ভাঙচুর করা হয়েছে, মহিলাদের উপর যৌন নির্যাতন চালানো হয়েছে, এমনকি আশঙ্কায় বাড়ি ছাড়া হয়েছেন বহু মানুষ। এই ভাবে ভোট পরবর্তী হিংসা চলতে থাকলে তা রাজ্যে উদ্বেগের সৃষ্টি করবে বলে জানানো হয়েছিল এই রিপোর্টে।
এরপর জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। এই রিপোর্টের ভিত্তিতেই তিন সদস্যের কমিটি গঠন করা হয় ঘরছাড়াদের বাড়ি ফেরানোর জন্য। তবে মানবাধিকার কমিশনের এই রিপোর্টের অভিযোগ প্রথম থেকেই অস্বীকার করে এসেছে রাজ্যের শাসক দল। তারপরেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রাজেশ বিন্দোল রাজ্য সরকারকে সাত দিনের সময় দিয়েছিল জবাব দেওয়ার জন্য।
সেপ্টেম্বরে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার প্রস্তুতি শুরু করেন তদন্তকারীরা। ২২ সেপ্টেম্বর নিজাম প্যালেসে রিভিউ বৈঠকেও বসেন তাঁরা। দিল্লি থেকে জয়েন্ট ডিরেক্টররা আসেন কলকাতায়। কতগুলি এফআইআর হল, কতগুলি চার্জশিট জমা পড়েছে, কতজন গ্রেফতার হয়েছে, তার পুঙ্খানুপুঙ্খ উল্লেখ রিপোর্টে থাকবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়।
- TAGS
- সিবিআই
- কলকাতা হাইকোর্ট