বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ আবারও বিভ্রাট উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে। আসলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার মধ্যেই পড়েছে নির্বাচন। এর জেরেই আবার একবার পরীক্ষা সূচি নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। আসলে ১২ এপ্রিল রয়েছে বালিগঞ্জ বিধানসভা আসনে এবং আসানসোল লোকসভা আসনে নির্বাচন। এদিকে, এপ্রিলের ১১ তারিখ রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তাই ধন্দে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
জেইই মেন (JEE Mains) পরীক্ষার কারণে সম্প্রতি পরীক্ষার রুটিন পরিবর্তন করে সংশোধিত পরীক্ষার দিন ঘোষণা করে শিক্ষা সংসদ। এবার একই সময়ে নির্বাচন পড়ায় সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেই আপাতত জানিয়েছে সংসদ। পাশাপাশি গার্ড দেওয়ার জন্য শিক্ষকের অভাব থাকায়, পরীক্ষার দিনগুলিতে শিক্ষকদের ছুটি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। শিক্ষকরা ভোটের ডিউটিতে গেলে সমস্যা বাড়তে পারে বলেই মনে করছে সংসদ। তাই অন্য সমাধানের পথের সন্ধান করছে সংসদ। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কি বদল আসতে পারে উচ্চ মাধ্যমিকের সূচিতে? সংশয় থেকেই যাচ্ছে এ ব্যাপারে।
উল্লেখ্য, এর আগে সমস্যা দেখা দিয়েছিল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নিয়ে। উচ্চ মাধ্যমিকের পরীক্ষার সঙ্গে এর দিন মিলে যাওয়ায়। সেক্ষেত্রে বাধ্য হয়েই উচ্চ মাধ্যমিকের পরীক্ষার দিন বদল করা হয়। ২ এপ্রিল থেকে পরীক্ষা শুরুর কথা ছিল। কিন্তু পরে উচ্চমাধ্যমিকের সময়সূচীতে বেশ কিছু বদল এনেছে সংসদ৷ সংসদের পক্ষ থেকে নতুন দিনক্ষণ ঘোষণাও করা হয়েছে। জানানো হয়েছে, নতুন সময়সূচীর ফলে পরীক্ষা শেষ হতে আরও ছয় দিন বেশি সময় লাগবে। এর আগে ২ এপ্রিল থেকে শুরু করে ২০ এপ্রিল পর্যন্ত উচ্চমাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা থাকলেও, এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২৬ এপ্রিল শেষ হবে।
প্রথমে সমস্যা তৈরি হয়েছিল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নিয়ে। সেসময় পরীক্ষার দিন মিলে যাওয়ায়, বাধ্য হয়েই উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি বদল করতে হয়েছিল। ২ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। JEE Main 2022 পরীক্ষা সে সময় থেকে চালু হচ্ছে। ফলে একই সময়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। JEE মেইন পরীক্ষা ১৬ থেকে ২১ এপ্রিল পর্যন্ত ঘোষণা করা হয়েছে।
তাছাড়া প্রতি বছরই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে লক্ষাধিক ছাত্র-ছাত্রী জয়েন্টের পরীক্ষায় বসে। তাই একই সময়ে পরীক্ষা হলে, সমস্যায় পড়তে হত পরীক্ষার্থীদের। সেকথা বিবেচনা করেই উচ্চ মাধ্যমিকের পরীক্ষার সূচি বদল আনা হয়। কিন্তু এবার পরিবর্তিত সূচি অনুযায়ী দুটি দিন নিয়ে আবারও সমস্যা দেখা দিয়েছে। ১৩ তারিখে দর্শন ও সমাজবিজ্ঞানের যে পরীক্ষা ছিল, সেটাই বদলে হচ্ছে ১৮ এপ্রিল। এদিকে, মাঝে ১২ তারিখ নির্বাচন রয়েছে। সেটা নিয়েই সমস্যা তৈরি হচ্ছে। কয়েকটি পরীক্ষার সূচিতে বদল আসবে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, আপাতত এটা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা হবে।