দল তার পাশে দাঁড়ায়নি, কিন্তু তিনি এখনো দলের পাশেই রয়েছেন। এই বিষয়টি বারবার স্পষ্ট করেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সোমবার আলিপুর আদালতে যাওয়ার আগে আরো একবার সে বিষয়টি স্পষ্ট হলো। পঞ্চায়েত নির্বাচনে কোন দল জিতবে, জানতে চাইলে স্পষ্ট জবাব দিলেন পার্থ বাবু।
এদিন ফের একবার পার্থ চট্টোপাধ্যায় কে আলিপুর আদালতে পেশ করা হয়, নিয়োগ দুর্নীতি মামলায়। ঠিক তখনই আদালতে ঢোকার মুখে রাজ্যে প্রাক্তন মন্ত্রী কে জিজ্ঞেস করা হয়, পঞ্চায়েত ভোট আসছে। এই বিষয়ে কি বলবেন? যে জিতবে বলে মনে হয় পঞ্চায়েত ভোটে? গাড়িতে ওঠার আগে স্পষ্ট জবাব দিয়ে পার্থবাবু জানান, "তৃণমূল, তৃণমূল"।
এদিকে পার্থ চট্টোপাধ্যায়ের এই মন্তব্য কে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এ প্রসঙ্গে, বাম নেতা সুজন চক্রবর্তী জানিয়েছেন, "তিনি বুঝিয়ে দিলেন, লুট করে তৃণমূলের বাইরে থাকা যায় না। কি স্পষ্ট করে দিলেন লুটের ভাগীদার পার্থ শুধু নয়। লুটের ভাগীদার তৃণমূলের নেতারাও। লুটেরা পার্থ এখনো তৃণমূলই আছেন।"
অন্যদিকে, এই প্রসঙ্গে বিজেপি মুখপাত্র শমিক ভট্টাচার্য জানান, "পার্থ চট্টোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস একসঙ্গেই রয়েছে। দলের অনুমোদন নিয়েই তিনি যা করবার করেছেন। এটি সংঘটিত লুটের একটা অংশ মাত্র। তৃণমূল তার সঙ্গেই রয়েছে, আর তিনিও তৃণমূলের সঙ্গে রয়েছেন। এই বিষয়টি আজ আরো একবার স্পষ্ট করে বুঝিয়ে দিলেন।"