1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

বিবেকানন্দের বাড়ি ঘুরে দেখলেন রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু, সঙ্গী শুভেন্দু-সুকান্তরা

আত্রেয়ী সেন

জুলাই ১২, ২০২২, ১২:১৫ পিএম

বিবেকানন্দের বাড়ি ঘুরে দেখলেন রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু, সঙ্গী শুভেন্দু-সুকান্তরা

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ এদিন কলকাতায় স্বামী বিবেকানন্দের বাড়ি ঘুরে দেখলেন রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। বাংলায় দুদিনের সফরে এসেছেন তিনি। আজ ছিল তাঁর সফরের দ্বিতীয় দিন। আজ তাঁর সারা দিনের কর্মসূচির আগে তিনি এই সফরের দ্বিতীয় পর্যায় শুরুই করলেন কলকাতার সিমলা স্ট্রিটের স্বামী বিবেকানন্দের বাড়িতে পা রেখে। 

এদিন সকাল ৯ টা ১৭ মিনিট নাগাদ রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর গাড়ি এসে পৌঁছায় স্বামীজির সিমলা স্ট্রিটের ভিটে বাড়ির সামনে। এদিকে, তাঁর পৌঁছানোর আগেই গোটা এলাকায় কড়া নিরাপত্তায় ঢেকে ফেলা হয়। এদিন দ্রৌপদী মুর্মুর সঙ্গে ছিলেন রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল এবং বেশ কয়েকজন বিজেপি নেতা ও বিধায়ক। এছাড়াও ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল, গজেন্দ্র সিং শেখাওয়াত-সহ অনেকেই।

এদিন এরা সকলেই দ্রৌপদী মুর্মুর সঙ্গে স্বামীজির বাড়িতে ঢোকেন। বিজেপি নেতাদের সঙ্গে ঘুরে দেখেন স্বামীজির বাড়ি। এদিন তিনি বেশ কিছুক্ষণ ছিলেন স্বামীজির বাড়িতে। স্বামী বিবেকানন্দের ছবিতে ফুল-মালা দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পাশাপাশি শ্রদ্ধা নিবেদন করেন রামকৃষ্ণ পরমহংসদেব, সারদা দেবী এবং পাশে থাকা কালী মূর্তিতেও। এদন স্বামী বিবেকানন্দের বাড়িতে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন এবং মঠের সন্ন্যাসীরা। তাঁদের সঙ্গেই বিশেষ প্রার্থনায় অংশ গ্রহণ করেন ওড়িশার বিজেপি নেত্রী তথা ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মুর্মু। 

এদিন রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে একটি শাল, স্বামীজির ছবি, তাঁর বই এবং একটি লাল পাড় সাদা শাড়ি উপহার দেন সন্ন্যাসীরা। এদিন সেখানেই বসেই উপহার হিসেবে পাওয়া শাড়িটি খুলে দেখেন দ্রৌপদী মুর্মু। মঠের সন্ন্যাসীরা ফের তাঁকে সিমলায় আসার আমন্ত্রণ জানিয়েছেন। তিনিও সহাস্যে জানিয়েছেন মায়ের বাড়িতে আবারও আসবেন। 

এরপর স্বামীজির বাড়ি থেকে বেরিয়ে ভিজিটরস বুকে নিজের অভিজ্ঞতার কথা লিখে বাইরে বেরিয়ে আসেন দ্রৌপদী মুর্মু। এদিকে, বঙ্গ বিজেপি সূত্রে খবর, আজ ঠাসা কর্মসূচি রয়েছে এনডিএ- এর রাষ্ট্রপতি পদপ্রার্থীর। বাইপাসের ধারে একটি অভিজাত হোটেলে বৈঠক বসছেন তিনি বঙ্গ বিজেপির বিধায়ক-সাংসদদের সঙ্গে। তবে, জানা গিয়েছে, এদিনের এই বৈঠকে শারীরিক অসুস্থতার কারণে থাকছেন না বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। বৈঠকের শেষ হলেই কলকাতা ছেড়ে চলে যাবেন দ্রৌপদী।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন