1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

বাজেট অধিবেশনের রণকৌশল নিয়ে দলীয় সাংসদদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসছেন মমতা

আত্রেয়ী সেন

জানুয়ারি ২৭, ২০২২, ১২:৩৫ পিএম

বাজেট অধিবেশনের রণকৌশল নিয়ে দলীয় সাংসদদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসছেন মমতা

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ বৃহস্পতিবার অর্থাৎ আজই সংসদের বাজেট অভিবেশনের রণকৌশল ঠিক করতে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠকে বসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কালীঘাট থেকে ভার্চুয়াল মাধ্যমেই দলীয় সাংসদদের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, দলের লোকসভা, রাজ্যসভা দুই কক্ষের সাংসদরাই উপস্থিত থাকবেন ওই বৈঠকে। 
 

এদিকে, আগামী ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। বাজেটে অধিবেশন শুরু হচ্ছে ঠিক তার একদিন আগেই। তাই বাজেট ইস্যুতে ঠিক কোন কোন বিষয় নিয়ে সরব হবে তৃণমূল, পাশাপাশি বিজেপি বিরোধী রণকৌশল কী হবে? সবকিছু নিয়েই দলের সাংসদদের পরামর্শ দেবেন দলনেত্রী। 
 

উল্লেখ্য, শীতকালীন অধিবেশনে একাধিক ইস্যুতে শাসক শিবিরকে কোণঠাসা করার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস। এইসব ইস্যুতে কখনও বিরোধীদের সঙ্গে জোট বেঁধে আবার কখনও নিজেদের মতো করে কর্মসূচি গ্রহণ করেছে বাংলার শাসকদল। কিন্তু এবার বাজেট অধিবেশনে দলের অবস্থান কী হতে চলেছে সেটাই ঠিক করতে চলেছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর এই বৈঠকে বাজেটের পাশাপাশি ভোটমুখী পাঁচ রাজ্যে তৃণমূল কোন রণকৌশল নিয়ে এগোবে? তা নিয়েও আলোচনা হতে পারে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন