বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ সৌরভ গঙ্গোপাধ্যায়ের BCCI- এর সভাপতি পদে না থাকা নিয়ে কম বিতর্ক হয়নি। নানা জল্পনা হয়েছে। অনেকে এর মধ্যে রাজনীতিরও হাত পেয়েছেন। এবার সৌরভ গঙ্গোপাধ্যায়কে অন্যায়ভাবে BCCI থেকে বাদ দেওয়া হয়েছে বলেই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে এই মন্তব্য করেন তিনি। এদিন সৌরভের ভূয়সী প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন যে, ‘সমগ্র দেশবাসী এবং পৃথিবীতে যে সকল ক্রিকেটপ্রেমীরা রয়েছেন সকলের পক্ষ থেকে বলব, সৌরভ আমাদের গৌরব। কেবলমাত্র মাঠেই নয়, যথেষ্ট দক্ষতার সঙ্গে প্রশাসনিক কাজও করেছে সৌরভ।’
সেই সঙ্গে ঠিক কী কারণে সৌরভকে BCCI সভপতি পদ থেকে সরানো হল, তা নিয়েও জোরালো সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সৌরভের জন্য বিশেষ আর্জিও জানিয়েছেন। এদিন তিনি বলেন, ‘সৌরভকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে। কিন্তু অমিতবাবুর (জয় শাহ) ছেলে বোর্ডে রয়ে গেলেন। সে থাকতেই পারেন, ভাল কাজ করলে থাকবে, ভাল না হলে বলবই। অথচ সৌরভ বাদ গেল কোন উদ্দেশ্যে? পুরো ঘটনায় আমি স্তম্ভিত। আইসিসিতে যাওয়ার জন্য সৌরভ যোগ্য। তাই প্রধানমন্ত্রীকে অনুরোধ করব সৌরভ যেন আইসিসি-র ভোটে লড়তে পারে তা দেখবেন। ও বঞ্চিত। সরকারের কাছে আর্জি এটা রাজনৈতিক বিষয় নয়, সৌরভ যোগ্য ওকে আইসিসিতে পাঠানো হোক।’
এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন যে, ‘বাংলা থেকে একমাত্র জগমোহন ডালমিয়া গিয়েছিলেন আইসিসি-তে। এখন সৌরভের সেই সুযোগ পাওয়া উচিত।’ উল্লেখ্য, BCCI-র সভাপতি পদে সৌরভ গঙ্গোপাধ্যায়ের উত্তরসূরি হতে চলেছেন রজার বিনি। সূত্রের খবর, সৌরভ বোর্ডের প্রধান হিসাবে চালিয়ে যেতে চেয়েছিলেন। তবে, অন্যান্য সদস্যদের থেকে এই বিষয়ে সমর্থন পাননি।