1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

নতুন নিয়োগের তালিকায় যোগ আরও ৯২৩! পুজোর আগেই চাকরির নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

মৌসুমী

সেপ্টেম্বর ২১, ২০২২, ০৪:৫৪ পিএম

নতুন নিয়োগের তালিকায় যোগ আরও ৯২৩! পুজোর আগেই চাকরির নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

এবার এসএসসির গ্রুপ সি ও গ্রুপ ডি বিভাগের ৯২৩ জনকে নিয়োগ পত্র দেওয়ার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার গ্রুপ ডি মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। সেখানেই তিনি ২৮ সেপ্টেম্বর এর মধ্যে ৯২৩ জনকে চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন। পুজোর আগেই বিজ্ঞপ্তি জারি করে কাউন্সেলিংয়ের প্রক্রিয়া শুরু করার নির্দেশও দিয়েছেন বিচারপতি।

এসএসসিতে স্কুলের চতুর্থ শ্রেণীর কর্মী হিসেবে ৫৭৩ জনের বেআইনি নিয়োগ বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে সেই সমস্ত কর্মীদের বেতনের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেয়া হয়েছিল হাইকোর্টের তরফে। এই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার শূন্য ওই ৫৭৩ টি আসনে মেধার নিরিখে অবিলম্বে নিয়োগপত্র দেওয়ার নির্দেশ দিলেন তিনি।

গ্রুপ ডি এর পাশাপাশি এদিন গ্রুপ সি বিভাগেও ৩৫০ টি পদে পুজোর আগেই নিয়োগপত্র দেওয়ার নির্দেশ দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একই সঙ্গে জানিয়েছেন ২৮ সেপ্টেম্বরের মধ্যে এই ৯২৩ টি পদে চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু করতে হবে। এদিকে এসএসসির তরফে জানানো হয়েছে এত দ্রুত পুজোর আগে চাকরি দেওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে জবাবে বিচারপতির অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, সকলকে চাকরি দেওয়া সম্ভব না হলেও প্রক্রিয়া শুরু করে দিতে হবে। শূন্য পদের সংখ্যা স্পষ্ট ভাবে জানিয়ে যথাযথ বিজ্ঞপ্তি জারি করে কাউন্সেলিং শুরু করতে হবে পুজোর আগেই।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন