1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

শাহের বঙ্গ সফরের মাঝেই বিজেপি কর্মীর রহস্যমৃত্যু কাশীপুরে! উষ্মাপ্রকাশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

আত্রেয়ী সেন

মে ৬, ২০২২, ১১:০৮ এএম

শাহের বঙ্গ সফরের মাঝেই বিজেপি কর্মীর রহস্যমৃত্যু কাশীপুরে! উষ্মাপ্রকাশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ শাহের বঙ্গ সফরের মাঝেই নয়া বিপত্তি। কাশীপুর এলাকার টালা ব্রিজ সংলগ্ন রেল কলোনিতে উদ্ধার বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ। এক পরিত্যক্ত বাড়ি থেকে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত যুবকের নাম অর্জুন চৌরাসিয়া। পরিবার ও স্থানীয়দের দাবি মৃত ওই যুবক বিজেপি কর্মী ছিলেন। সেই জন্যই পরিকল্পনা করে খুন করা হয়েছে তাঁকে। শুক্রবারই তাঁর অমিত শাহকে অভ্যর্থনা জানাতে পৌঁছানোর কথা ছিল। এদিন পুলিশ দেহ উদ্ধারে গেলে বাধার মুখে পড়ে।   

এদিন এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁরা কিছুতেই দেহ নিয়ে যেতে দেওয়া হবে না বলে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে। এর জেরে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। জানা গিয়েছে, শুক্রবার সকালেই টালা ব্রিজ সংলগ্ন রেল কলোনিতে একটি পুরনো রেল কোয়ার্টারে ওই বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ দেখতে পান প্রথমে স্থানীয় বাসিন্দারাই। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় চিৎপুর থানায়। 

এদিকে, স্থানীয় সূত্রে খবর, মৃত অর্জুন দীর্ঘদিন ধরেই বিজেপির সক্রিয় কর্মী হিসেবেই এলাকায় সুপরিচিত। বিধানসভা এবং পুরসভার নির্বাচনে গেরুয়া শিবিরের হয়ে নানা কর্মসূচিতে দায়িত্বও সামলেছেন তিনি। এদিনও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কর্মসূচিতে তাঁর উপরে নানা কাজের দায়িত্ব ছিল।

অন্যদিকে, পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, পুরভোটের আগে থেকেই অর্জুনকে একাধিকবার হুমকি দেওয়া হয়েছিল। পরিবারের সদস্যদের দাবি, ঝুলন্ত অবস্থায় মাটিতে ছিল অর্জুনের পা। তাই তাঁদের সন্দেহ খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে তাঁকে। এখানেই শেষ নয়, পরিবারের আরও দাবি, যতক্ষণ না সঠিক তদন্তের আশ্বাস মিলছে, ততক্ষণ দেহ ছাড়া হবে না। 

এদিকে, বিধানসভা নির্বাচনের পর এই প্রথম বঙ্গ সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তাঁর এই সফরের মাঝেই এই বিপত্তি। এদিন বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় উষ্মাপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জানা গিয়েছে, এদিন তিনি কাশীপুরে ঘটনাস্থলে যেতেও পারেন। 

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন