1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

ভিড় এড়িয়ে কোন পথে সহজে ঠাকুর দেখবেন? গাইড ম্যাপ প্রকাশ করল কলকাতা পুলিশ

মৌসুমী

সেপ্টেম্বর ২৪, ২০২২, ০৭:৩৪ পিএম

ভিড় এড়িয়ে কোন পথে সহজে ঠাকুর দেখবেন? গাইড ম্যাপ প্রকাশ করল কলকাতা পুলিশ

ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর থেকেই পূজোর ধুম শুরু হয়ে গিয়েছে শহরজুড়ে। মহালয়ার আগেই উদ্বোধন হয়েছে বেশ কিছু পুজোর। এবার নির্ধারিত সূচি মেয়ে নেই কলকাতা পূজোর গাইড ম্যাপ প্রকাশ করল কলকাতা ট্রাফিক পুলিশ। শনিবার কলকাতা ট্রাফিক পুলিশের ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়েছে সেই ম্যাপের ছবি।

দু‍‍`বছর করোনায় নির্বাসন কাটিয়ে ফের নতুন উদ্যমে এবারের পুজো উদযাপন করতে মরিয়া গোটা রাজ্য। একই সঙ্গে শহর কলকাতায় মেতে উঠেছে পুজোর আনন্দে। প্রত্যেকবারই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন কলকাতা ঠাকুর দেখতে। সে ক্ষেত্রে কোন দিক থেকে কোন দিকের মণ্ডপে গেলে সুবিধা হবে সে বিষয়ে যাবতীয় জানিয়ে গাইডম্যাপ প্রকাশ করল কলকাতা পুলিশ।

কলকাতা পুলিশের এই ম্যাপ দর্শনার্থীদের বিশেষভাবে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। রাস্তা বাতলে দেওয়ার পাশাপাশি, পূজায় ট্রাফিক জ্যাম রুখতে শহরের নানা প্রান্তেই যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। তাই সে ক্ষেত্রেও দর্শনার্থীদের রাস্তা চিনে নিকটবর্তী পূজা মন্ডপে পৌঁছতে এই ম্যাপ যথেষ্টই সাহায্য করবে।

কলকাতা পুলিশের প্রকাশ করা এই গাইড ম্যাপ কে মূলত চার ভাগে ভাগ করা হয়েছে। সেখানে উত্তর ও মধ্য কলকাতা, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব কলকাতা, পোর্ট এরিয়া, দক্ষিণ শহরতলী ও দক্ষিণ-পশ্চিম এই চার ভাগে ভাগ করা হয়েছে। সেক্ষেত্রে গোটা ম্যাপে শহরের বিখ্যাত পুজো চিহ্নিত করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন