বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ বিপুল সাফল্য পেল ‘এক ডাকে অভিষেক’ কর্মসূচির। মাত্র ১ মাসের মধ্যেই দেড় লক্ষের বেশি ফোন এসেছে। ৫০ লক্ষের বেশি অভিযোগও জমা পড়েছে। এদিন টুইট করে এই পরিসংখ্যান সর্বসমক্ষে এনেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সোমবারই টুইটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লেখেন, “আপনাদের সমর্থনে ‘এক ডাকে অভিষেক’ আজ সাফল্যের সঙ্গে এক মাস অতিক্রম করল। আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আজ পর্যন্ত আমাদের কাছে দেড় লক্ষের বেশি ফোন এসেছে। ৫০ হাজারের বেশি অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে ১১ হাজার ফোন এসেছে ডায়মন্ড হারবার থেকে এবং ৩৯ হাজার ফোন এসেছে রাজ্যের অন্য জেলা থেকে। মানুষের সেবা মানেই ঈশ্বরের সেবা!”
উল্লেখ্য, চলতি বছরের ১৮ জুন ‘এক ডাকে অভিষেক’ কর্মসূচির ঘোষণা করেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরই চালু হয় টোল ফ্রি হেল্পলাইন নম্বর। এই কর্মসূচি ‘দিদিকে বলো’র কায়দাতেই ওই নম্বরে ফোন করে সমস্যার কথা জানাতে পারেন সাধারণ মানুষ। শুধুমাত্র ডায়মন্ড হারবারই নয়, সুদূর উত্তরবঙ্গ থেকেও ফোন করে তাঁদের সমস্যা জানিয়ে সমাধান পেয়েছেন সাধারণ মানুষ।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বিদ্যুৎহীন ছিল আলিপুরদুয়ারের ফালাকাটা বিধানসভার ছোটশালকুমার এলাকা। সম্প্রতি ‘এক ডাকে অভিষেক’ কর্মসূচির নম্বরে ফোন করেন এলাকাবাসী। এরপর অভিযোগ জমা পড়ার ২৪ ঘণ্টার মধ্যেই সমস্যার সমাধান হয়ে যায়। ওই এলাকায় ফের বিদ্যুৎ ফিরে আসে। এখনও পর্যন্ত এই কর্মসূচিতে ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে বলে খবর। প্রতিদিন হাজার হাজার মানুষ ফোন করছে ‘এক ডাকে অভিষেক’- এর টোল ফ্রি নম্বরে।
একুশের বিধানসভা নির্বাচনের আগে ‘দিদিকে বলো’ কর্মসূচিতেও ব্যাপক সাফল্য মিলেছিল। যার সরাসরি প্রভাব পড়ে একুশের বিধানসভা ভোটে। ফের রাজ্যের ক্ষমতায় ফেরে তৃণমূল কংগ্রেস। এদিকে, সামনেই রয়েছে পঞ্চায়েত নির্বাচন তারপরে রয়েছে ২৪-এর লোকসভা নির্বাচন। এই দুই নির্বাচনের আগে ‘এক ডাকে অভিষেক’ কর্মসূচি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বড় পদক্ষেপ বলেই মনে করছে রাজনৈতিক মহল।