1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

গরু পাচারকাণ্ডে CBI তলব! সিবিআই অফিসে হাজিরা অভিনেতা-সাংসদ দেবের

আত্রেয়ী সেন

ফেব্রুয়ারি ১৫, ২০২২, ১২:৫২ পিএম

গরু পাচারকাণ্ডে CBI তলব! সিবিআই অফিসে হাজিরা অভিনেতা-সাংসদ দেবের

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ গরু পাচারকাণ্ডে তাঁকে সম্প্রতি তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই অনুযায়ী, আজ সিবিআই অফিসে হাজিরা দিতে পৌঁছালেন অভিনেতা তথা সাংসদ দেব। আজ সকাল ১০ টা ৫৫ মিনিট নাগাদ সিবিআই অফিসে এসে পৌঁছান টলিউডের জনপ্রিয় অভিনেতা দেব তথা দীপক অধিকারী। 

সিবিআই সূত্রে খবর, গরুপাচার কাণ্ডে বেশ কয়েকজন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করে দেবের নাম উঠে এসেছে। পাশাপাশি বেশ কিছু নথিতেও দেবের নাম পাওয়া গিয়েছে। তাই এবার তদন্তের স্বার্থে দেবকে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নিয়েছেন সিবিআই- এর তদন্তকারী আধিকারিকরা। অভিনেতা তথা সাংসদ দেবকে জিজ্ঞাসাবাদ করে গরু পাচারকাণ্ডে বেশ কিছু তথ্য জানতে চাইছে সিবিআই। এলামুল হকের সঙ্গে তাঁর কোনও আর্থিক লেনদেন হয়েছিল কিনা, তাও খতিয়ে দেখতে চান তদন্তকারীরা। 

অন্যদিকে, অভিনেতার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, অভিনেতা সাংসদ তাঁদের জানিয়েছেন যে, তিনি কোনও অন্যায় করেননি। তাই কলকাতায় যখন তিনি আছেন, তখন সময় চাইবেন না। আজই সিবিআই অফিসে হাজিরা দেবেন বলেই জানিয়েছিলেন। 

প্রসঙ্গত উল্লেখ্য, ঘাটাল কেন্দ্রের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবকে গরু পাচার মামলায় চলতি মাসের ৯ ফেব্রুয়ারি নোটিস পাঠায় সিবিআই। ১৫ ফেব্রুয়ারি অর্থাৎ আজ তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু গরু পাচার মামলায় দেবকে কেন তলব? এই প্রশ্ন উঠছিল। কীভাবেই বা এই মামলায় তাঁর নাম জড়ালো সে প্রশ্নও ছিল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সাক্ষী হিসাবেই তাঁকে তলব করেছে সিবিআই। গরুপাচার মামলায় তদন্তে নেমে সিবিআইয়ের সামনে উঠে আসে এমন কিছু তথ্য, যেখানে দেখা যায় যে, ঘাটাল হাইওয়ে দিয়ে সক্রিয় ছিল এই চক্র। সেই সূত্রে বেশ কয়েকজন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করে দেবের নাম উঠে আসে। তাই দেব এই বিষয়ে কী জানেন? সেই উত্তর পেতেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য এবার ডাকা হয়েছে সিবিআই তরফে। 

গরুপাচার কাণ্ডে এর আগে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর মধ্যে পুলিশ কর্তা থেকে শুরু করে ইন্সপেক্টর পদমর্যাদার ব্যক্তিও রয়েছেন। তাছাড়া সতীশ নামে বিএসএফের এক কম্যান্ডিং অফিসারকে গ্রেফতারও করা হয়েছে। পাশাপাশি গ্রেফতার করা হয়েছিল মূল অভিযুক্ত এনামুল হককেও। যদিও জানুয়ারির শেষে তাকে জামিন দেয় সুপ্রিম কোর্ট।  এছাড়াও ইতিমধ্যেই গরু পাচার মামলায় তলব করে সশরীরে হাজিরা দেওয়ার জন্য দ্বিতীয়বার নোটিস পাঠানো হয়েছে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডলকেও।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন