হাসপাতালের দালাল চক্র নিয়ে এবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য আধিকারিকদের কড়া নির্দেশ দিয়ে জানালেন দালাল চক্রের খোঁজ পেলেই দ্রুত ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে হাসপাতালে কিভাবে দালাল চক্র চলতে পারে তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
শুক্রবার বিধানসভায় মুখ্যমন্ত্রী বক্তৃতা দেওয়ার সময় এক বিজেপি বিধায়ক প্রশ্ন করেন হাসপাতালে দালাল চক্র কেন চলবে সেই বিষয়ে। এরপরে মুখ্যমন্ত্রী সেই প্রশ্নের উত্তরে জবাব দিয়ে বলেন, "হাসপাতালে কেন দালাল চক্র চলবে? আপনারা নজর রাখুন। দালাল চক্র খোঁজ পেলেই দ্রুত ব্যবস্থা নিন"।
মুখ্যমন্ত্রী এই বিষয়ে স্বাস্থ্য দপ্তরকে কড়া নির্দেশ দেন একই সঙ্গে জেলা পুলিশকেও এ ব্যাপারে নজর রাখতে বলেন। এরপরই মমতা জানান, "দালাল চক্র চলছে কিনা। আপনারা মনিটরিং করুন। আমি যদি মোবাইল দিয়ে মনিটরিং করতে পারি তাহলে ৭১ পারবেনা কেন।"এরপরে বিজেপি বিধায়কের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী আরও বলেন, "পরিকাঠামো করতে গেলে দেখতে হবে বাসিন্দা কত, আশা কর্মী কত, চিকিৎসক কত, নার্স কত। এর পরেও আমরা সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করেছি। আমরা ৪০ হাজার বেড বাড়িয়েছি। স্বাস্থ্যের বাজেট বাড়িয়েছি। ৪৭টি ট্রমা কেয়ার সেন্টার, ২৭ এইচডিইউ করা হয়েছে। মেডিক্যাল কলেজ বেড়ে ৩৩ হয়েছে। আরও ৬’টা বাড়ছে।"
মুখ্যমন্ত্রীর পরামর্শ, "চিকিৎসকদের গাফিলতিতে রোগীর মৃত্যু হলে চিঠি লিখুন। আইন অনুযায়ী ব্যবস্থা হবে। ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী পদক্ষেপ করা হবে।আমি ডাক্তারদের কাছে অনুরোধ করেছি, আরও বেশি করে যত্নবান হোন। স্বাস্থ্য কর্মীদেরও আমরা অনুরোধ করেছি বেশি দায়িত্ব নিতে।