হাতে গোনা আর কয়েকদিন তারপরেই দুর্গাপুজো। পুজোর আগে ফের একবার মন্ত্রিসভার বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে বিধানসভায় দুপুর ১ টা থেকে মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, এদিনের বৈঠক থেকে মন্ত্রিসভার সদস্যদের বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে পুজো নিয়েও বেশ কিছু নতুন গাইডলাইন তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি পুজোর মধ্যেও যাতে জনসংযোগে কোনরকম খামতি না পড়ে সে বিষয়ে একাধিক পরামর্শ মুখ্যমন্ত্রী দিতে পারেন বলে জানা গিয়েছে।
পুজো ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেদিন হতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। এর মধ্যে অন্যতম এসএসসি রাজ্য স্কুলগুলিতে প্রধান শিক্ষক নিয়োগের বিষয়টি। এদিন যদি মন্ত্রিসভার বই থাকে এসএসসি রাজ্য স্কুলগুলিতে প্রধান শিক্ষক নিয়োগের প্রস্তাব অনুমোদিত হয়, তাহলে সেই বিজ্ঞপ্তি পুজোর আগেই জারি করা হতে পারে। এছাড়াও, উৎকর্ষ বাংলার অধীনে যে সমস্ত কোর্স রয়েছে তা নিয়েও এদিন আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।