প্রাথমিকের টেট নিয়ে বৃহস্পতিবারই নেওয়া হতে পারে বড় সিদ্ধান্ত, নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক ডাকলেন মুখ্যসচিব
টেট নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এর মধ্যেই এবার প্রাথমিক টেস্ট নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক দিলেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদি। আগামীকাল বৃহস্পতিবার নবান্নে সমস্ত জেলার জেলাশাসক পুলিশ সুপার ও পুলিশ কমিশনার এবং শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিকদের নিয়ে এই বৈঠক হবে বলে জানা গিয়েছে। এই বৈঠকে আরো কয়েকটি দপ্তরের সচিবদের উপস্থিত থাকতে বলা হয়েছে।
মাধ্যমিক উচ্চমাধ্যমিকের পর এ বছর প্রাথমিক টেট পরীক্ষার সময়ও পরীক্ষা চলাকালীন ইন্টারনেট বন্ধ রাখার কথা জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে এই নিয়ে রাজ্যের স্বরাষ্ট্র সচিবের কাছে ইতিমধ্যে বিশেষ আবেদন করা হয়েছে। আগামীকালের বৈঠকে এই আবেদন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়াও এই বৈঠক থেকে পরীক্ষা সংক্রান্ত একাধিক বিষয়ে জেলাগুলিকে মুখ্য সচিব বেশ কিছু নির্দেশ দিতে পারেন বলেও সূত্রের খবর।এই বৈঠক থেকে পরীক্ষা সংক্রান্ত একাধিক নির্দেশ জেলাগুলিকে দিতে পারেন মুখ্য সচিব বলে মনে করা হচ্ছে।
প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর, প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্র সংলগ্ন এলাকায় ইন্টারনেট বন্ধ রাখার কথা বলা হয়নি। বেশ কিছু নির্বাচিত এলাকায় ইন্টারনেট বন্ধ রাখার আবেদন করা হয়েছে স্বরাষ্ট্র সচিবের কাছে। সে ক্ষেত্রে শুধুমাত্র স্পর্শকাতর এলাকাতেই ইন্টারনেট বন্ধ রাখার কথা বলা হয়েছে। ইতিমধ্যেই এই স্পর্শকাতর এলাকার তালিকা তৈরি করতে শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এদিকে ইতিমধ্যেই প্রাথমিক টেট যাতে নির্বিঘ্নে হতে পারে সেই কারণে ১৬ দফা গাইডলাইন জেলায় জেলায় পাঠানো হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের তরফে। সেই গাইডলাইনে ১৪৪ ধারা জারির কথাও বলা হয়েছে পরীক্ষা কেন্দ্র সংলগ্ন এলাকায়।
এছাড়াও, আগামিকালের বৈঠকে জেলাগুলির তরফে কী কী ব্যবস্থা নেওয়া হবে এই পরীক্ষা কেন্দ্র করে, সে বিষয়েও বিশেষ নির্দেশ দেওয়া হতে পারে। প্রসঙ্গত, রাজ্যের মোট ১,৪৫৩ টি পরীক্ষা কেন্দ্রে প্রাথমিকের টেট নেওয়া হবে। রাজ্যজুড়ে ৬,৯০,৯৩১ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবেন প্রাথমিকের টেটে।
- TAGS
- টেট
- মুখ্য সচিব
- নবান্ন