ভোলে বোম রাইস মিলের সমস্ত নথি চেয়ে পাঠালো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। মনে করা হচ্ছে এই যাবতীয় নথি খতিয়ে দেখে ফের একবার অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল কে জেরা করতে পারেন গোয়েন্দা আধিকারিকরা। তবে জেলায় অনুব্রত কন্যা কতটা সারা দেয় সেটাই এখন দেখার।
গতকাল বোলপুরে অনুব্রত মণ্ডলের বাড়িতে হানা দেয় সিবিআই। সেখানে গিয়ে দীর্ঘক্ষণ জেরা করা হয় অনুব্রত মন্ডলের কন্যা সুকন্যা মণ্ডলকে। কিভাবে এত হিসেব বহির্ভূত সম্পত্তি তাদের কাছে এলো তা নিয়ে জিজ্ঞাসাবাদ চালায় তদন্তকারী আধিকারিকরা। কিন্তু সূত্রের খবর বেশিরভাগ উত্তরই এড়িয়ে গিয়েছেন কেষ্টকন্যা। কিছু ক্ষেত্রে হ্যাঁ বা না তেই ছেড়েছেন উত্তর পর্ব।
এদিকে সিবিআই সূত্রে খবর, হিসেব বহির্ভূত সম্পত্তি নিয়ে প্রশ্ন করা হলে সুকন্যা মণ্ডল জানিয়েছেন টাকা পয়সার হিসেব সমস্তটাই জানেন অনুব্রত হিসেব রক্ষক মনীষ কোঠারি। কিন্তু এত টাকা সুকন্যা মন্ডলের কাছে কিভাবেই বা এলো তা নিয়ে আপাতত তদন্ত চালাচ্ছেন আধিকারিকরা।
প্রসঙ্গত, এর আগেও জিজ্ঞাসাবাদ করার জন্য বোলপুরে গিয়েছিল সিবিআই এর দল। তখনো সুকন্যা মণ্ডল কে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিলেন তদন্তকারী আধিকারিকরা। কিন্তু সেই সময় কোনভাবেই সিবিআই আধিকারিকদের সহযোগিতা করেননি সুকন্যা মন্ডল। যার ফলে বাধ্য হয়ে সিবিআই আধিকারিকদের ফিরে যেতে হয়। তবে এবারে একেবারে কোমর বেঁধে তদন্তকারী আধিকারিকরা গিয়েছিলেন বোলপুরে তৃণমূল জেলা সভাপতির বাড়িতে। জানা গিয়েছে এদিন একেবারে নোটিশ নিয়েই মহিলা আধিকারিকসহ সিবিআই এর তিন গোয়েন্দা আধিকারিক অনুব্রত মণ্ডলের বাড়িতে গিয়েছিলেন।