1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

বুকে ব্যথা! অসুস্থ হয়ে ফের হাসপাতালে অনুব্রত মণ্ডল

আত্রেয়ী সেন

মে ১২, ২০২২, ১১:০৪ এএম

বুকে ব্যথা! অসুস্থ হয়ে ফের হাসপাতালে অনুব্রত মণ্ডল

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ অসুস্থ হয়ে আবার হাসপাতালে বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বুধবার গভীর রাত থেকে তিনি বুকে ব্যথা অনুভব করেন। রাতেই তাঁর চিকিৎসকদের সঙ্গে কথা হয়। এরপর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, বৃহস্পতিবার সকালে বাইপাস সংলগ্ন এক্তি বেসরকারি হাসপাতালে তাঁকে আনা হয়। 

জানা গিয়েছে, তাঁর সবরকম শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। রিপোর্ট হাতে পেলেই পরবর্তী সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। তাঁর হার্টে ব্লকেজ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন চিকিৎসকরা। এছাড়াও তাঁর সুগার, উচ্চ রক্তচাপের সমস্যা নিয়েও চিন্তায় বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। তৃণমূল নেতাকে আবারও হাসপাতালে ভরতি করা হবে কিনা , সে বিষয়ে এখনই কোনও সিদ্ধান্ত নিতে পারেননি চিকিৎসকরা। রিপোর্টের অপেক্ষাতেই রয়েছেন এই মুহূর্তে তাঁরা।  

উল্লেখ্য, গরু পাচার মামলা এবং রাজ্যে ভোট পরবর্তী হিংসা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে একাধিকবার তলব করেছে সিবিআই। গত ৬ এপ্রিল গরু পাচার মামলায় হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রত মণ্ডলের। সেই মতো ঠিক তার আগের দিন কলকাতায় আসেন তৃণমূল নেতা। 

৬ তারিখ নিজাম প্যালেসে হাজিরা দিতে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন অনুব্রত মণ্ডল। ভরতি হন এসএসকেএম হাসপাতালে। একাধিক শারীরিক সমস্যা ধরা পড়ে তৃণমূলের এই দাপুটে নেতার। একটানা ১৭ দিন ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন বীরভূমের এই নেতা। চিকিৎসকদের পরামর্শমতো চিনার পার্কের ফ্ল্যাটেই বিশ্রামে ছিলেন তিনি। পাশাপাশি, আপাতত সিবিআইয়ের কাছে ৪ সপ্তাহ সময় চেয়ে নিয়েছেন অনুব্রত। এর মাঝে ফের একবার অসুস্থ হয়ে পড়লেন অনুব্রত মণ্ডল।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন