এক নজিরবিহীন দৃশ্যের সাক্ষী থাকলো কলকাতা হাইকোর্ট চত্বর। আইনজীবীদের হাতে হাতে উত্তপ্ত হয়ে উঠলো আদালত এরিয়া। এদিন বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসের বাইরে প্ল্যাকার্ড হাতে অবস্থান বিক্ষোভ দেখাতে থাকেন আইনজীবীরা। এরপরেই সেই অবস্থান আন্দোলন পৌঁছে যায় হাতাহাতিতে। ভন্ডুল হয় বিচারপ্রক্রিয়া। গোটা বিষয় নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন প্রধান বিচারপতি।
এদিন সকাল ১০টা নাগাদ হঠাতই জানা যায়, বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন আইনজীবীদের একাংশ। এজলাসের বাইরে গেট আটকে আদালত বয়কট করার চেষ্টা করেন অবস্থানকারী আইনজীবীরা। ব্যাহত হয় বিচারপ্রক্রিয়া। বসে বিশেষ বৈঠকও। শেষে প্রায় ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।
মূলত অভিযোগ ওঠে এদিন সকালে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসের বাইরে কেউ বা কারা দরজা বন্ধ করে দিয়েছিল। কিছু আইনজীবী এজলাসে ঢুকতে বাধা দেন বলে অভিযোগ। এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তখনই কোর্ট ১৩ বাইরে ঠিক কী হয়েছিল, তা জানতে, সমস্ত সিসি ক্যামেরা ফুটেজ চেয়ে পাঠান প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। একাধিক সিসি ক্যামেরার ফুটেজ পাঠানো হয়েছে প্রধান বিচারপতি কাছে। সমস্ত ফুটেজ খতিয়ে দেখেছেন প্রধান বিচারপতি। এরপর বৈঠকেও বসা হয়।
এদিকে গোটা বিষয়টি নিয়েই ক্ষোভ প্রকাশ করেছেন বিচারপতি। তিনি প্রশ্ন তোলেন, কী ভাবে বিচারপতির এজলাসের সামনে বিক্ষোভ চলতে পারে। বারের সভাপতি এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেল-কে ডেকে পাঠান তিনি। এডভোকেট জেনারেল প্রধান বিচারপতিকে জানান, তিনি সবেমাত্র বিষয়টি জানতে পেরেছেন। খতিয়ে দেখছেন কেন এই সমস্যা হল সেই বিষয়ে।