1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

আজই কি পার্থর বিরুদ্ধে পদক্ষেপ? মন্ত্রিসভার বৈঠকের পরই, অভিষেকের ডাকে বৈঠক

আত্রেয়ী সেন

জুলাই ২৮, ২০২২, ০১:৩৫ পিএম

আজই কি পার্থর বিরুদ্ধে পদক্ষেপ? মন্ত্রিসভার বৈঠকের পরই, অভিষেকের ডাকে বৈঠক

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ একদিকে যতোই কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, ততোই পরিস্থিতি আরও জটিল হচ্ছে। পার্থ চট্টোপাধ্যায়ের কীর্তিতে চূড়ান্ত অস্বস্তিতে দল। ক্রমশ পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব এবং দলীয় পদ থেকে সরানোর দাবি জোরালো হচ্ছে দলের অন্দরে। এবার তাঁকে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে বলেই মনে করছে দলের অন্দরেই অনেকেই। এই আবহে বৃহস্পতিবার দুপুর ৩ টে নাগাদ মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার আজই তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক ডেকেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মনে করা হচ্ছে, এই বৈঠকেই পার্থকে ‘মহাসচিব’ পদে রাখা হবে কিনা তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 

এদিকে, গতকালই অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় প্রায় ২৮ কোটি টাকা। ইতিমধ্যেই অর্পিতা ইডি-র জেলার স্বীকার করেছেন যে, ওই সব টাকাই পার্থ চট্টোপাধ্যায়ের। তাঁর লোকেরাই অর্পিতার ফ্ল্যাটে টাকা রেখে আসত। এই অবস্থায় এমনিতেই পার্থ ক্যাবিনেট মন্ত্রী থাকবেন কিনা তা নিয়ে জোর জল্পনা শুরু হয়। সেই জল্পনা বাড়িয়ে তোলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। বুধবার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থর ঘনিষ্ঠের বাড়ি থেকে ফের কোটি কোটি টাকা উদ্ধারের প্রসঙ্গে বলেন, ‘এই ঘটনা দলের জন্য যথেষ্ট অসম্মানজনক। আমাদের সকলের জন্য লজ্জার। যেভাবে দলকে লজ্জার মুখে পড়তে হয়েছে, সেই দিক দল ভেবে দেখবে।’ এমনটাই জানিয়েছিলেন তিনি। 

এবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের আগে এদিন কুণাল ঘোষ টুইট করেন, ‘পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রীত্ব এবং দলের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া উচিত। বহিস্কার করা উচিত। বক্তব্য ভুল মনে হলে দলের সম্পূর্ণ অধিকার রয়েছে আমায় সব পদ থেকে সরিয়ে দেওয়ার। সেক্ষেত্রে দলের কর্মী হিসাবে কাজ চালিয়ে যাব।’

এদিকে, এবার সেই টুইটের পর তিনি আরও এক বার টুইট করলেন। কুণাল ঘোষ নয়া টুইটে লিখলেন, এবার দল বিষয়টি দেখছে। নতুন টুইটে কুণাল ঘোষ জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেল ৫ টায় তৃণমূল ভবনে দলীয় বৈঠকে ডেকেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকেও সেই বৈঠকে উপস্থিত থাকতে বলেছেন বলেও জানিয়েছেন কুণাল ঘোষ। পাশাপাশি সেই সূত্রেই তিনি এও বলেছেন যে, আগের করা নিজস্ব টুইটটি তিনি মুছে দেবেন।

অন্যদিকে, তৃণমূল সূত্রের খবর, ২০১৬ সালেই নাকি পার্থ চট্টোপাধ্যায়- সহ একাধিক নেতার সম্পর্কে অভিযোগ পেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরই দলের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে এবং তৃণমূল সুপ্রিমোর কথা ভেবে, মন্ত্রিত্ব এবং দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সেই সব নেতাদের সরিয়ে দেওয়ার কথা ভেবেছিলেন। এমনকি সেই দাবিও তুলেছিলেন অভিষেক। কিন্তু তা সম্ভব হয়নি দলেরই কিছু নেতাদের চাপে পড়ে। 

কিন্তু এখন এসএসসি নিয়োগ দুর্নীতিতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রীর নাম জড়ানো এবং তাঁর গ্রেফতারি সেই সঙ্গে কোটি কোটি টাকা উদ্ধারের পর দল চরম অস্বস্তিতে পড়েছে। বিরোধীরা শাসকদলের বিরুদ্ধে পথে নেমেছে। বিরোধীরা মুখ্যমন্ত্রীর উপরও দায় চাপাচ্ছেন। পাশাপাশি দলের স্বচ্ছতা নিয়েও স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন। তাই অবিলম্বে পার্থ চট্টোপাধ্যায়কে সরানোর দাবি উঠছে দলের অন্দরেই। 

তৃণমূল সূত্রে খবর, এই আবহে দলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক ডেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে হাজির থাকার কথা কমিটির সদস্য সুব্রত বক্সি, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাসের। এছাড়াও তাৎপর্যপূর্ণভাবে শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকে হাজির থাকতে বলা হয়েছে তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষকেও। তিনি নিজেই টুইট করে একথা জানিয়েছেন। এখন দেখার এটাই যে, মন্ত্রিসভার বৈঠকের পাশাপাশি দলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হয়।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন