২ বার ইন্টারভিউ দেওয়া সত্ত্বেও কেন ফের সুযোগ? ২০১৪ টেট উত্তীর্ণদের বিক্ষোভের পাল্টা ২০১৭-র উত্তীর্ণরা
টেট তরজায় উত্তপ্ত সল্টলেক চত্বর। ২০১৪ সালের টেট চাকরিপ্রার্থীরা ইতিমধ্যেই চার দিন ধরে আমরণ অনশন করছেন সল্টলেকের আচার্য সদনের সামনে। এবার বৃহস্পতিবার থেকেই চাকরির দাবিতে পাল্টা পথে নামল ২০১৭ সালের টেট উত্তীর্ণরা। সল্টলেকের ১০ নম্বর ট্যাংক এর কাছে আন্দোলন শুরু করেছেন তারা।
২০১৪ সালের টেট উত্তীর্ণদের দাবি ছিল তারা দুবার ইন্টারভিউ দেওয়ার সত্ত্বেও তাদের নিয়োগ করা হয়নি। ২০১৭ সালের টেট উত্তীর্ণদের সঙ্গে তাদেরও নিয়োগ দেওয়া হোক বলে দাবি তুলেছেন তারা। এবার তাদের এই দাবির পাল্টা প্রতিবাদ করেই ২০১৭ সালের টেট উত্তীর্ণরা পাল্টা আন্দোলন শুরু করল।
২০১৭ সালের টেট উত্তীর্ণ প্রার্থীদের বক্তব্য, দুবার ইন্টারভিউ দেওয়া সত্ত্বেও কেন ফের ২০১৪ সালের প্রার্থীরা ইন্টারভিউয়ের সুযোগ পাবে। একইসঙ্গে তাদের কথায়, ২০১৮ সালের টেট প্রার্থীরা অনৈতিকভাবে প্রশিক্ষণ নিয়েছেন সে ক্ষেত্রে ২০১৪ সালের দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ায় প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই বছরেও যাবতীয় দুর্নীতি হয়েছে। কিন্তু একেবারেই তা নয়। তাদের দাবি, আসনের সংখ্যা বাড়িয়ে প্রত্যেককেই নিয়োগ করতে হবে।
এদিকে ইতিমধ্যেই ২০১৪ সালের টেট প্রার্থীদের ধরনার বিরোধিতায় আদালতে মামলা করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এমনকি দ্রুত শুনানির জন্যও আবেদন করা হয়েছে পর্ষদের তরফে। যদিও দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিয়েছে আদালত। এদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল অবশ্য টেট উত্তীর্ণদের ইন্টারভিউ অংশগ্রহণ করার কথা বলেছেন বারবার।
- TAGS
- টেট
- আমরণ অনশন
- আচার্য সদন