1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

Joe Biden: ‘ইউক্রেনের বিরুদ্ধে পুতিন জয়লাভ করবেন না, তা স্পষ্ট হয়েছে’! বললেন বাইডেন

আত্রেয়ী সেন

মার্চ ৯, ২০২২, ১২:২০ পিএম

‘ইউক্রেনের বিরুদ্ধে পুতিন জয়লাভ করবেন না, তা স্পষ্ট হয়েছে’! বললেন বাইডেন

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের ১৩ দিন অতিক্রান্ত। তাও থামেনি যুদ্ধ। সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও, রাশিয়া ইউক্রেনের উপর হামলা জারি রেখেছে। যেকোনো মুহূর্তে দখল হয়ে যেতে পারে ইউক্রেনের রাজধানী কিয়েভ। এই অবস্থায় রুশ প্রেসিডেন্টকে কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

ইউক্রেনের বিরুদ্ধে কোনোভাবেই যুদ্ধে জিতবে না রাশিয়া। এমনই বলছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর দাবি, ভ্লাদিমির পুতিন হয়ত ইউক্রেনের এক-দুটি শহর দখল করতে পারেন। কিন্তু ওই দেশের শাসক হতে পারবেন না। মার্কিন প্রেসিডেন্টের কথায়, ‘ইউক্রেনের বিরুদ্ধ পুতিন যে জিতবেন না, এতদিনে তা স্পষ্ট হয়ে গিয়েছে।’

মঙ্গলবারই রাশিয়া থেকে তেল এবং গ্যাসের আমদানি বন্ধ করেছেন জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের নেপথ্যে কারণ হিসেবে বলা হচ্ছে যে, মস্কো নিজের প্রতিবেশী দেশের উপর অসাংবিধানিক আক্রমণ চালিয়েছে। বাইডেনের কথায়, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের কোনও বন্দরে রাশিয়ার তেল ঢুকবে না। পুতিনের ওয়ার মেশিনের বিরুদ্ধে আবারও সোচ্চার হবে আমেরিকা।’

অন্যদিকে, রাশিয়াকে ফের একবার সতর্ক করে তিনি বলেছেন যে, ‘পুতিন যা করছেন তার বড় মূল্য চোকাতে হবে তাঁর দেশকে।’ এখানেই শেষ নয়, তিনি আরও বলেছেন যে, ‘পুতিন ইতিমধ্যেই ইউক্রেনের দু’মিলিয়ন বাসিন্দাকে রিফিউজি বানিয়েছেন। আজ তিনি বিশ্ব শান্তিকে নষ্ট করার কাজ করছেন। আজ যদি আমরা সবাই রুখে না দাঁড়াই, তাহলে আমেরিকার বাসিন্দাদের আরও বড় দাম দিতে হবে।’

এদিকে, মার্কিন প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের কারণে তাঁকে ধন্যবাদ জানাতে ভোলেননি ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন জে, ‘জো বাইডেনের নেতৃত্বাধীন মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার থেকে তেল, কয়লা এবং গ্যাস কিনবে না। এতে পুতিনের ওয়ার মেশিন কিছুটা হলেও স্তব্ধ হল। আশা করি, অন্য রাষ্ট্র নেতারাও বাইডেনের পথ অনুসরণ করবেন।’

এছাড়াও ইউক্রেনের প্রেসিডেন্ট আরও জানিয়েছেন জে, ইউক্রেন আর NATO -র অন্তর্ভুক্ত হতে চায় না। উল্লেখ্য, এই NATO -র অন্তর্ভুক্ত হওয়ার প্রসঙ্গেই রাশিয়ার সঙ্গে বিবাদ শুরু হয়েছিল। রাশিয়ার দাবি ছিল, কোনোভাবেই ইউক্রেনকে NATO -র আওতাভুক্ত করা যাবে না। এটাই যুদ্ধের অন্যতম কারণও। অবশেষে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিNATO -র অন্তর্ভুক্ত হতে না চেয়ে, কার্যত আপোসের পথেই হাঁটলেন। 

 

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন