1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের সেনা ছাউনিতে পরিণতি পেল ২২ বছরের ভালোবাসা! দেখুন ভাইরাল ভিডিও

আত্রেয়ী সেন

মার্চ ৮, ২০২২, ১২:১২ পিএম

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের সেনা ছাউনিতে পরিণতি পেল ২২ বছরের ভালোবাসা! দেখুন ভাইরাল ভিডিও

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ রাশিয়া ইউক্রেনের উপর হামলা করেছে এক সপ্তাহের বেশি সময় হয়ে গেল। রুশ হামলার জেরে ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে ইউক্রেনের পরিস্থিতি। এর মধ্যেই এক অন্য ধরনের মন ভালো করা ভিডিও সামনে এল সোশ্যাল মিডিয়ার দৌলতে। কিয়েভের সেনা ছাউনিতে পূর্ণতা পেল ২২ বছরের ভালোবাসা। ইতিমধ্যেই এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের ম্যাটিতেই এক ইউক্রেনীয় যুগল বিয়ে করার সিদ্ধান্ত নেন। কিয়েভের সেনা ছাউনিতেই পূর্ণতা পেল ওই যুগলের ২২ বছরের ভালোবাসা। জানা গিয়েছে ২২ বছর তাঁরা একসঙ্গে রয়েছেন। তাঁদের ১৮ বছরের এক মেয়েও রয়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভের ডিফেন্স লাইনেই বিয়ে সম্পন্ন হয়েছে ওই ইউক্রেনীয় দম্পতির। ২২ বছরের সঙ্গী ভ্যালেরির সঙ্গে আনুষ্ঠানিকভাবে গাঁটছড়া বেঁধেছেন লেসিয়া। সোশ্যাল মিডিয়ায় তাঁদের বিয়ের ভিডিও ভাইরাল হয়েছে। 

ইউক্রেনের ওপরে রাশিয়া আক্রমণ করার এক মাস আগেই লেসিয়া নিজের চাকরি ছেড়েছেন। রাশিয়ার থেকে দেশ ও দেশবাসীকে রক্ষা করতে লেসিয়া যোগ দিয়েছেন ইউক্রেনের ডিফেন্স ফোর্সে। তাই সেই সময় থেকেই ২২ বছরের সঙ্গী ভ্যালেরির সঙ্গে দেখা হয়নি লেসিয়ার। এই ক’দিনে তৈরি হওয়া নিজেদের মধ্যের দূরত্ব এবং দেশের যুদ্ধ পরিস্থিতি কিছুতেই মেনে নিতে পারছিলেন না তাঁরা। তাই বিয়ের সিদ্ধান্ত নেন। এরপরেই সঙ্গী ভ্যালেরির সঙ্গে আনুষ্ঠানিক ভাবে গাঁটছড়া বেঁধেছেন লেসিয়া। কিয়েভের সেনা ছাউনিতে তাঁদের এতো বছরের ভালোবাসা, একসঙ্গে পথচলা পূর্ণতা পেল।   

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, সেনা ছাউনিতে সেনা জওয়ানেরা তাঁদের শুভেচ্ছা জানিয়ে গান গাইছেন। গান গেয়ে আনন্দ ও মজা করতে করতে সকলে যোগ দিয়েছেন ভ্যালেরির সঙ্গে লেসিয়ার বিয়েতে। লেসিয়া জানিয়েছেন, তিনি খুবই খুশি। তিনি বলেন, ‘আমি এই ভেবে আনন্দিত যে, আমি জীবিত রয়েছি। আমার সঙ্গী ভ্যালেরি এখন আমার স্বামী এবং তিনিও জীবিত রয়েছেন। আমাদের এখন দেশে যা হচ্ছে, তাতে সিদ্ধান্ত নিয়েছিলাম, এবার বিয়ে করে নেওয়া প্রয়োজন। আমাদের মেয়েও নিশ্চয় খুশি হয়েছে যে, এতদিনে শেষ পর্যন্ত আমরা বিয়ে করেছি।’  

এদিকে, এই ভাইরাল হওয়া ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এক জার্মান সাংবাদিক। তিনি এই মুহূর্তে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের খবর সংগ্রহের জন্য কিয়েভে রয়েছেন।  তাঁর শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে যে, নবদম্পতিকে ঘিরে দাঁড়িয়ে সেনা জওয়ানরা। তাঁরা সকলেই গান গেয়ে সদ্য বিবাহিত দম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছেন। এছাড়াও এই ভিডিওতে ইউক্রেনের এক শিল্পী Taras Kompanichenko কেও দেখা গিয়েছে। তিনিও এই মুহূর্তে টেরিটোরিয়াল ডিফেন্স ফোর্সের ভলান্টিয়ার। এই বিয়ের ভিডিও মনে ধরেছে নেটিজেনদের। যুদ্ধের ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে মন ভালো করা এক দৃশ্য। 

 

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন