বিগত ২৪শে ফেব্রুয়ারি থেকে রুশ সেনা লাগাতার হামলা চালাচ্ছে ইউক্রেনে। বলা চলে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভ, খারকভ-সহ বেশ কয়েকটি শহর।
একাধিক জায়গায় ইউক্রেনীয় সেনাকে ধরবার জন্য হামলা চালাচ্ছে রুশ সেনা। হঠাৎ হঠাৎ করেই ইউক্রেনের একাধিক শহরে একের পর এক আবাসনে সোজা রুশ সেনারা ঢুকে তল্লাশি চালাচ্ছে।
রুশ আগ্রাসনে বিপন্ন হয়ে পড়েছে শৈশব। রাস্ট্র পুঞ্জের তথ্য অনুযায়ী ইতিমধ্যেই এই রক্তক্ষয়ী যুদ্ধের কারণে দেশ ছেড়েছেন প্রায় ৩০ লক্ষ ইউক্রেনবাসী।
একইসঙ্গে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন শরণার্থীরা। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক মন ছুঁয়ে যাওয়া ভিডিও। এই ভিডিওতে দেখা গেছে আক্রান্ত দেশ ইউক্রেনে থেকে আসা এক ভাই বোন ইতালির একটি স্কুলে তাদের প্রথম দিনের ক্লাস শুরু করতে যাচ্ছে। আর এই ভাইবোনকে স্বাগত জানাতে উপস্থিত হয়েছে ২০০জন কচিকাঁচার একটি দল। তাঁরা সবাই স্কুলের গেটের সামনে জড়ো হয়েছিল। ইউক্রেন থেকে আসা এই দুই পড়ুয়াকে দেখেই উচ্ছ্বসিত ইটালির স্কুলের সকলেই। রীতিমতো হাততালি দিয়ে দুই পড়ুয়াকে স্কুলে স্বাগত জানানো হয়। আর এই দৃশ্য দেখে অবাক হয়ে গেছে দুই খুদেও।
আর মন ছুঁয়ে যাওয়া এই ভিডিওটি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। স্কুলের শিক্ষকদের, পড়ুয়াদের দুই ভিনদেশি পড়ুয়াকে স্বাগত জানানোর জন্য এই আয়োজন দেখে আবেগাপ্লুত নেটপাড়া।
- TAGS
- Ukraine
- Italy
- school
- Viral video