1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

যেন ধ্বংসের মাঝেই ফুটেছে কুঁড়ি! ভাইরাল আফগানিস্তানের ভূমিকম্পে সর্বস্ব হারানো শিশুর ছবি

মৌসুমী মোদক

জুন ২৪, ২০২২, ০২:২৯ পিএম

যেন ধ্বংসের মাঝেই ফুটেছে কুঁড়ি! ভাইরাল আফগানিস্তানের ভূমিকম্পে সর্বস্ব হারানো শিশুর ছবি

মঙ্গলবার সকালেই প্রচণ্ড ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান(Afghanistan)। রিখটার স্কেলে যার মাত্রা ৬.১। ২০০২ সালের পর এই প্রথম এত ভয়ানক ভূমিকম্পের সাক্ষী থাকল সেই দেশ। ইতিমধ্যেই মৃতের সংখ্যা হাজার পেরিয়ে গিয়েছে। যেদিকে চোখ যায় শয়ে শয়ে শোয়ানো শুধু মৃতদেহই! বাড়ি-ঘরও ধূলিসাৎ। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আফগানিস্তান।

ভূমিকম্পের সঙ্গী হিসেবে জুটেছে বৃষ্টিও। মঙ্গলবার বিকেল থেকেই সেখানে শুরু হয় বৃষ্টি। রাত বাড়লে বাড়ে বৃষ্টির পরিমাণও। এমনিতেই ভুমিকম্পের জেরে বহু জায়গায় নামে ধস, ভেঙে গিয়েছে রাস্তা-ঘাটও। তার উপর প্রবল বৃষ্টির ফলে  বন্যার সৃষ্টি হয়েছে একাধিক এলাকায়। তার ফলে পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপতর হয়ে উঠেছে। বিশেষত দেশের পূর্ব প্রান্তের পরিস্থিতি সবথেকে করুণ!

এসবের মধ্যেই বর্তমানে চলছে উদ্ধারকার্য। আর এই সময়ই সন্ধান মিলেছে ছোট্ট এক শিশুকন্যার। ঠিক যেন ধ্বংসস্তূপের মধ্যেই ফুটেছে ফুলের কুঁড়ি। মনে করা হচ্ছে, শিশুটির পরিবারের কেউই হয়তো আর জীবিত নেই। শুধুমাত্র ভাগ্যের জোরেই প্রাণে রক্ষা পেয়েছে ওই খুদে। তার সেই ছবি এখন ভাইরাল গোটা সোশ্যাল মিডিয়ায়।

ছোট্ট ফুটফুটে শিশুকন্যাটির ছবি ট্যুইট করেছেন আফগানিস্তানের সাংবাদিক সইদ জিয়ারমল হাশেমি। তিনি লেখেন, ‍‍`সম্ভবত এই ছোট্ট মেয়েটি পরিবারের একমাত্র জীবিত সদস্য। স্থানীয়রা জানিয়েছেন পরিবারের আর জীবিত কাউকে খুঁজে পাওয়া যায়নি। দেখে মনে হচ্ছে শিশুটির বয়স বছর তিনেক হবে।‍‍` এদিকে, সেই খুদের সারল্যে ভরা হাসি ছবি দেখে একদিকে যেমন মন ভরে গিয়েছে নেটিজেনদের, তেমনই ভিজে এসেছে চোখও। শিশুটির হাসিমুখ দেখে বোঝাই যাবে না যে সে সর্বস্ব হারিয়েছে। তাকে দত্তক নেওয়ার জন্য বহু নেটিজেন ইচ্ছাপ্রকাশও করেছেন।

প্রসঙ্গত, বর্তমানে আফগানিস্তানে উদ্ধারকাজ চললেও এখনও বহু মানুষই ধ্বংসস্তূপে আটকে রয়েছেন বলে খবর। এই অবস্থায় বৃষ্টি শুরু হওয়ায় প্রবল ভাবে ব্যাহত হয়েছে উদ্ধারের কাজ। ধ্বংসের মাঝে আটকে পড়া জনসাধারণের কাছে ত্রাণসামগ্রীও পৌঁছতে পারা যাচ্ছে না। ক্রমশই যেন প্রতিকূল অবস্থার সৃষ্টি হচ্ছে। এমনিতেই তালিবানি শাসনে জেরবার দেশের মানুষ। দারিদ্রতা চরমে পৌঁছেছে। এই অবস্থায় ভূমিকম্প ও বন্যার জেরে আরও ক্ষতির মুখে সে দেশের পরিস্থিতি।

 

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন