বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত কতো কি যে ভাইরাল হয় তাঁর ইয়ত্তা নেই। এই যেমন একটি ভয়াবহ বাস দুর্ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিও ভাইরাল হতেই ভয়ে শিউরে উঠেছেন নেটিজেনরা। জানা গিয়েছে, উত্তর-পূর্ব লন্ডনে একটি ডবল ডেকার বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকান ধাক্কা মারে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ২০ জন যাত্রী। তাদের মধ্যে ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে তিনজন শিশুও রয়েছে। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে জেব্রা ক্রসিংয়ে এক মহিলার প্রায় গা ঘেঁষে বেরিয়ে যায়। অল্পের জন্য তিনি প্রাণে রক্ষা পান ওই মহিলা। এরপরই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানের পাশের দেওয়ালে ধাক্কা মারে। এর জেরে বাসের সামনের উইন্ড স্ক্রিন ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এদিকে পুলিশের পক্ষ থেকে অনুমান, নিয়ন্ত্রণ হারিয়েই দুর্ঘটনা।
দুর্ঘটনার পর সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং উদ্ধারকারী দল। সেখান থেকেই বেশ কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। তাদের মধ্যে আবার বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাস্তার ধারে থাকা সিসিটিভি ফুটেজে ধরা পড়ে সমগ্র ঘটনা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই।
এদিকে, অল্পের জন্য প্রাণ রক্ষা পেয়েছে ওই মহিলার। এক প্রত্যক্ষদর্শীর বয়ান অনুসারে, ‘চোখের সামনে মহিলার প্রায় গা ঘেঁষে বেরিয়ে যায় ডবল ডেকার বাসটি। ঘটনার জেরে তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন। সামনের একটি কফি শপে ঢুকে পড়েন। তিনি প্রায় কথা বলার মত অবস্থায় ছিলেন না। একগ্লাস জল খেয়ে তিনি একটু বসে বিশ্রাম নিয়ে, বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।’ এদিকে ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই কয়েক হাজার ভিউ হয়েছে। ঘটনায় আহত সকলের দ্রুত আরোগ্য কামনা করে অনেকেই কমেন্ট করেছেন।