1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

হঠাৎই বিকট শব্দ, ক্লাস চলাকালীন কেঁপে উঠলো শিক্ষা প্রতিষ্ঠান! কাবুলে জঙ্গী হামলায় মৃত ২৩

মৌসুমী

সেপ্টেম্বর ৩০, ২০২২, ০২:৫৩ পিএম

হঠাৎই বিকট শব্দ, ক্লাস চলাকালীন কেঁপে উঠলো শিক্ষা প্রতিষ্ঠান! কাবুলে জঙ্গী হামলায় মৃত ২৩/প্রতীকী ছবি

সাত সকালে বিকট শব্দে কেঁপে উঠলো শিক্ষা প্রতিষ্ঠান। পরীক্ষা চলাকালীন শিক্ষাপ্রতিষ্ঠানে আচমকা আওয়াজের কিছু বুঝে ওঠার আগেই নিহত হল ২৩ জন। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে কাবুলে। স্থানীয় সময় সকাল সাড়ে সাতটা নাগাদ বিস্ফোরণটি ঘটে।

পুলিশ সূত্রে খবর, পশ্চিম কাবুলের দাশত-ই-বারচি এলাকায় ‍‍`কাজ এডুকেশন সেন্টারে‍‍` পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন শিক্ষার্থীরা। সে সময় হঠাৎই বিকট শব্দে কেঁপে ওঠে শিক্ষা প্রতিষ্ঠান। কিছু বুঝে ওঠার আগেই আত্মঘাতী এই বিস্ফোরণের মৃত্যু হয়েছে ২৩ জনের। আহত হয়েছেন কমপক্ষে ৩৬ জন। এই সংখ্যা আরো বাড়তে পারে বলেই আশঙ্কা প্রশাসনিক মহলের।

জানা গিয়েছে, ওই এলাকায় মূলত শিয়া মুসলিম সম্প্রদায়ের বাস। এছাড়াও সংখ্যালঘু হাজরা সম্প্রদায় সেখানে বাস করেন। যদিও এখনো পর্যন্ত কোন জঙ্গি সংগঠনই এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। গোটা ঘটনায় তৎপর তালিবান সরকার।

এদিন তালিবান সরকারের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই ঘটনাস্থলে নিরাপত্তা বাড়ানো হয়েছে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিয়েছে সরকার। গোটা ঘটনার ওপর নজরদারি চালানো হচ্ছে। এদিকে পড়ুয়াদের উপর এহেন হামলার নিন্দা করেছে তালিবান সরকার।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন