1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

ব্যাঙ্কে অস্ত্র হাতে ডাকাত! প্লায়ার্স হাতে একা লড়ে ৩০ লাখ টাকার ডাকাতি রুখলেন মহিলা ম্যানেজার

আত্রেয়ী সেন

অক্টোবর ১৮, ২০২২, ০৯:১১ পিএম

ব্যাঙ্কে অস্ত্র হাতে ডাকাত! প্লায়ার্স হাতে একা লড়ে ৩০ লাখ টাকার ডাকাতি রুখলেন মহিলা ম্যানেজার

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ ব্যাঙ্কে ডাকাতির উদ্দেশ্য নিয়ে এসেছিল ডাকাত। হাতে ছিল অস্ত্র। তবে, বিপদের মুহূর্তে ভয়কে প্রশ্রয় দিলেন না, মোকাবিলা করলেন পরিস্থিতির। একাই লড়ে ডাকাতকে রুখে দিলেন ব্যাঙ্কের মহিলা ম্যানেজার। ব্যাঙ্কের ৩০ লক্ষ টাকা ডাকাতি হওয়া থেকে বাঁচালেন তিনি। ডাকাতের মোকাবিলায় অস্ত্র বলতে তাঁর হাতে ছিল শুধু বিদ্যুতের তার ঠিক করার প্লায়ার্স। সেই ঘটনার ভিডিওই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

রাজস্থানের গঙ্গানগরের ঘটনা। একটি ব্যাঙ্কে ছুরি হাতে ঢুকে পড়ে এক ডাকাত। ডাকাতের উদ্দেশ্য ছিল ব্যাঙ্ক থেকে টাকা নিয়ে পালিয়ে যাওয়া। কিন্তু তার সেই সাধ পূরণ হল না ব্যাঙ্কের মহিলা ম্যানেজারের সাহসিকতায়। অবশেষে রণে ভঙ্গ দিয়ে ব্যাঙ্ক থেকে টাকা না নিয়েই পালিয়ে যায় অভিযুক্ত। এই মুহূর্তে ব্যাঙ্কের সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তের সন্ধান চালাচ্ছে পুলিশ।

ব্যাঙ্কের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে গোটা ঘটনা। মুখে সাদা কাপড় জড়িয়ে ব্যাঙ্কে ঢুকে পড়ে অভিযুক্ত ব্যাক্তি। তার হাতে ছিল ছুরিও। এদিকে ওই অভিযুক্তের অভিসন্ধি বুঝতে পেরেই, তার দিকে সময় নষ্ট না করেই প্লায়ার্স নিয়ে তেড়ে যান ব্যাঙ্কের মহিলা ম্যানেজার। মুহূর্তের মধ্যেই ব্যাঙ্কের পরিবেশ পাল্টে যায়।

এদিকে, সেই সময় ব্যাঙ্কে অন্যান্য আরও অনেকেই ছিলেন। ছিলেন ব্যাঙ্কের পুরুষ সহকর্মীরাও। ব্যাঙ্কের মহিলা ম্যানেজার কিন্তু একাই অভিযুক্ত ডাকাতের বিরুদ্ধে লড়াই করে যান। অবশেষে তাঁর লড়াই সার্থক হয়। তিনি ব্যাঙ্কের টাকা বাঁচাতে সক্ষম হন। ৩০ লাখ টাকা ডাকাতি হওয়া থেকে রক্ষা পায়। ভিডিওতে ব্যাঙ্কের ওই মহিলা ম্যানেজারের সাহস দেখে তাঁকে কুর্নিশ জানিয়েছেন নেটাগরিকরা। সকলেই একযোগে তাঁর সাহসের এবং উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন