বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ কিছুদিন আগের কথাই, এক আবাসনের দরজা খুলতে দেরি হওয়ার কারণে এক নিরাপত্তারক্ষীকে মারধর করার অভিযোগ উঠেছিল নয়ডার এক মহিলার বিরুদ্ধে। পরে অবশ্য ওই মহিলাকে গ্রেফতার করা হয়। এবারও সেই নয়ডাই। এবারও এক নিরাপত্তারক্ষীর সঙ্গে দুর্ব্যবহার করার ঘটনা ঘটল।
ইতিমধ্যেই সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে দেখা গিয়েছে, এক মহিলা আবাসনের একজন নিরাপত্তারক্ষীকে সজোরে চড় মারছেন। অভিযুক্ত মহিলার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। পরে তাঁকেও গ্রেফতার করা হয়েছে বলেই জানা গিয়েছে।
জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটি শনিবারের। ঘটনাটি ঘটেছে কোতওয়ালি এলাকার একটি আবাসনের। অভিযুক্ত ওই মহিলার নাম সুতপা দাস। ওই মহিলা আবার পেশায় অধ্যাপক। এক অধ্যাপকই এমন ঘটনা ঘটিয়েছেন। ভিডিওটিতে দেখা গিয়েছে, আবাসনের গেটের ওই আবাসনের গেটের সামনে দিয়ে বেশ কয়েকটি গাড়ি পরপর চলে যাওয়ার পরে, সুতপা এগিয়ে আসেন আবাসনের নিরাপত্তারক্ষীকে চড় মারেন। পাশাপাশি তাঁর সঙ্গে তর্কাতর্কিও করেন। একবার নয়, ওই নিরাপত্তারক্ষীর উপর একাধিকবার হাত তোলেন। এদিকে, ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসে প্রশাসন।
অভিযুক্ত অধ্যাপক সুতপা দাসের বিরুদ্ধ ইতিমধ্যেই মামলা দায়ের করেছে পুলিশ। পরে তাঁকে গ্রেপ্তার করা হলেও জামিনে মুক্তি পান তিনি। এই বিষয়ে কথা বলার জন্য ওই নিরাপত্তারক্ষীর সঙ্গে যোগাযোগের চেষ্টা হলেও ফোন ধরেননি তিনি।