বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ ছাত্রের ভুলের জন্য, তার ভালোর জন্য তাকে শিক্ষকের শাসন করার বা বকাবকি করার মধ্যে কোনও অস্বাভাবিকত্ব নেই। কিন্তু সেই শিক্ষকের শাসন করার কারণেই এক শিক্ষককে ছাত্রের হাতেই মার খেতে হল। যা তিনি কল্পনাও করতে পারেননি। হ্যাঁ, এমনটাই ঘটেছে এক শিক্ষকের সঙ্গে। এক অঙ্কের শিক্ষককে ক্লাসঘরের মধ্যে অন্যান্য ছাত্রদের সামনেই ঘুসির পর ঘুসি মারল এক ছাত্র। শুধু তাই নয়, শিক্ষককে ঠেলে বেঞ্চে ফেলে বারবার আঘাত করে দশম শ্রেণির ওই পড়ুয়া।
এদিকে, এই ঘটনার খবর পাওয়ার পরই স্কুলে আসে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে হতবাক পুলিশও। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মথুরার বৃন্দাবনের একটি স্কুলে। সিসিটিভি ফুটেজ এবং ওই শিক্ষক এবং অন্যান্যদের সঙ্গে কথা বলে, এইতিমধ্যেই অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রের খবর, পঙ্কজ সিংহ নামের ওই অঙ্কের শিক্ষক ঘটনার সময় ক্লাস নিচ্ছিলেন। এক ছাত্রকে তিনি বকুনি দেন। কেন বই না নিয়ে ক্লাসে এসেছে সে, তা নিয়ে। এরপরই সেই ছাত্রকে ক্লাস থেকে বের করে দেন তিনি। সিসিটিভির ফুটেজে দেখা গিয়েছে যে, ঠিক দরজা দিয়ে যখন ছাত্রটি বের হচ্ছে, তখন একবার ফের তাকে বকুনি দেন শিক্ষক। সঙ্গে সঙ্গে শিক্ষকের দিকে ঘুরে তাঁকে মারতে শুরু করে ওই ছাত্র। স্বাভাবিকভাবেই আচমকা ঘটা অপ্রত্যাশিত এই ঘটনায় হকচকিয়ে যান ওই শিক্ষক।
নিজেকে বাঁচাতে শিক্ষক ওই ছাত্রের হাত ধরে ফেলেন। কিন্তু ওই ছাত্র হাত ছাড়িয়ে শিক্ষকের জামার কলার ধরে দেওয়ালে ঠেসে ধরে। তারপর মারতে মারতে শিক্ষককে বেঞ্চে ফেলে দেয়। ততক্ষণে অন্যান্য ছাত্ররা উঠে দাঁড়িয়েছে। তখনও শিক্ষককে মেরেই চলেছে অভিযুক্ত ছাত্র। এর কিছুক্ষণ পর ওই ছাত্রের সহপাঠীরা এসে শিক্ষককে রক্ষা করেন।
এই ঘটনা প্রসঙ্গ পরে ওই শিক্ষক জানিয়েছেন যে, তিনি গত ২০০৪ সাল থেকেই শিক্ষকতা করছেন। অনেক ছাত্র পড়িয়েছেন। পড়া না পারলে, তাদের শাসন করেছেন। ক্লাসের মধ্যে শৃঙ্খলা ভাঙলে শাস্তিও দিয়েছেন। কিন্তু এমন ঘটনা কখনও ঘটেনি। ওই ছাত্রের ব্যবহারে তিনি বিস্মিত, হতবাক একইসঙ্গে ব্যথিতও।