বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ জম্মু-কাশ্মীরে জঙ্গিদমন অভিযান চলছে। একের পর এক এনকাউন্টারে জঙ্গি নিধনের ঘটনা প্রকাশ্যে আসছে। চলতি বছরে ভারতীয় সেনার হাতে নিকেশ হয়েছে ৬২ জন জঙ্গি। জম্মু ও কাশ্মীর পুলিশ গত সপ্তাহেই এই জঙ্গিদমন অভিযানের সাফল্যের খতিয়ান সামনে এনেছে। এদিকে, এরই মাঝে ফের জঙ্গি হানায় গুরুতর আহত হলেন দুই সেনা জওয়ান।
দক্ষিণ কাশ্মীরে কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফের একটি দল যখন টহল দিচ্ছিল, সেই সময় জঙ্গিদের একটি দল আচমকাই আইইডি বিস্ফোরণ ঘটায় এবং সেনা ও সিআরপিএফের ওপর গুলি চালাতে শুরু করে। এর জেরেই গুরুতর আহত হন দুই সিআরপিএফ জওয়ান।
এদিকে, সেনা সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায়, ত্রালের লারমু গ্রামে যখন সিআরপিএফ এবং পুলিশের একটি যৌথ দল দুটি বুলেট-প্রুফ গাড়িতে করে যাচ্ছিল, সেই সময়ই জঙ্গিরা আইইডি বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণ ঘটানোর পাশাপাশি নির্বিচারে গুলিও চালাতে থাকে। এর জেরেই দুই সিআরপিএফ জওয়ান আহত হন। তাঁরা দুজনেই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
এই ঘটনা প্রসঙ্গে কাশ্মীর পুলিশের আইজিপি বিজয় কুমার টুইট করে জানিয়েছেন, ‘সিআরপিএফ এবং পুলিশের একটি যৌথ দলের ওপর বিস্ফোরণ এবং গুলি চালনার ঘটনায় দুই সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন।’ এদিকে, এই জঙ্গিহানার পরই সমগ্র এলাকা ঘিরে ফেলে সেনাবাহিনী। ইতিমধ্যেই জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।