বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ অ্যাম্বুল্যান্সের বেপরোয়া গতিই মৃত্যুর কারণ হয়ে দাঁড়াল ৪ টি প্রাণের। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের উদিপি জেলার একটি টোল প্লাজায়। ওই টোল প্লাজার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যা দেখলে গা শিউরে উঠতে বাধ্য।
এদিন ক্রমাগত ঝিরিঝিরে বৃষ্টি হয়েই চলেছিল। স্বাভাবিকভাবেই রাস্তা ভিজে ছিল। এদিকে, বিকেল ৪ টে নাগাদ ওই টোলপ্লাজায় ঝড়ের গতিতে ছুটে আসে একটি অ্যাম্বুল্যান্স। ওই টোলপ্লাজার সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে, ওই অ্যাম্বুল্যান্সের হুটার শুনেই রাস্তায় থাকা প্লাস্টিকের বেরিয়ার সরিয়ে নিচ্ছেন টোলপ্লাজার কর্মীরা।
সেই সময় প্রবল গতিতে টোলপ্লাজার গেটে ঢোকার সময় মুখ ঘুরিয়ে গেটের দেওয়ালে সজোরে ধাক্কা মারে গাড়িটি। গাড়ির গতিবেগ বেশি থাকায় এবং সজোরে ধাক্কা মারার কারণে, মুহূর্তের মধ্যে গাড়িটি পাল্টি খেয়ে উল্টে যায়। চাপা পড়ে যান এক কর্মী।
এদিকে, এই দুর্ঘটনা প্রসঙ্গে পুলিশ সূত্রে জানা গিয়েছে, অ্যাম্বুল্যান্সে ছিলেন একজন রোগী। ২ জন অ্যাটেনডেন্ট ও চালক। প্রত্যেকেরই মৃত্যু হয়েছে এই দুর্ঘটনার জেরে।