বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ এই মুহূর্তে দেশে যে নোটগুলি প্রচলিত রয়েছে, তাতে মহাত্মা গান্ধীর ছবি থাকে। RBI-এর পক্ষ থেকে এই নোটগুলি ইস্যু করা হয়। তবে, এবার সূত্রের খবর, রূপ বদল হতে পারে নোটের। তবে কি গান্ধীজির একার এতদিনের রাজত্ব শেষের পথে? তেমনই ইঙ্গিত মিলেছে রিজার্ভ ব্যাঙ্ক সূত্রে।
জোর জল্পনা বাজারে আসতে পারে নতুন নোট। সেই সব নোটে এমন কিছু ব্যক্তির ছবি থাকবে, যাঁদের আগে কখনও ভারতীয় নোটে দেখা যায়নি। রিজার্ভ ব্যাঙ্ক সূত্রের খবর, অর্থ মন্ত্রক এবং রিজার্ভ ব্যাঙ্ক বেশ কয়েকটি নোটের নতুন সিরিজে রবীন্দ্রনাথ ঠাকুর এবং এপিজে আবদুল কালামের ওয়াটার মার্ক ফিগার ব্যবহার করতে চলেছে।
কাজেই এবার আর নোটে শুধুই মহাত্মা গান্ধী নন, এবার নোটে থাকবেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং দেশের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামও। সূত্রের খবর, ইতিমধ্যেই এই বিষয়ে আলোচনা শুরু করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক এবং রিজার্ভ ব্যাঙ্ক। তবে, এখনই সব নোট থেকে গান্ধীজির ছবি সরিয়ে ফেল হবে না বলেই জানা গিয়েছে। খানিকটা আমেরিকার ধাঁচে এক একটি নোটে এক এক মনীষীর ছবি ব্যবহার করার পরিকল্পনা করা হচ্ছে। আমেরিকার মুদ্রা ডলারের বিভিন্ন মূল্যের নোটে ওয়াশিংটন, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, টমাস জেফারসণের মতো একাধিক ব্যক্তিত্বের ছবি পাওয়া যাবে।
তাছাড়া, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার অন্যতম সেরা ব্যক্তিত্ব, আইকন। আবার অন্যদিকে, দেশের ১১ তম রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম নিজে মিসাইল ম্যান নামেও পরিচিত ছিলেন। এরা দু’জনেই ভারতের গর্ব।
জানা গিয়েছে, ইতিমধ্যেই ‘সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং করপোরেশন অব ইন্ডিয়া’র সঙ্গে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’র একপ্রস্থ আলোচনা হয়েও গিয়েছে। সূত্রের খবর, রবীন্দ্রনাথ ঠাকুর এবং কালামের ছবি দেওয়া দুই ধরনের নোটের কপি দিল্লির আই আই টির এমেরেটাস অধ্যাপক দিলীপ টি সাহানির কাছে পাঠানোও হয়েছে।