বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ ইসলাম ধর্মের রীতি অনুসারে, পবিত্র রমজান মাস শুরু হয়েছে। এদিকে, রমজান মাস শুরু হতেই মসজিদে মাইক বাজানো নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন এমএনএস সুপ্রিমো তথা প্রয়াত বাল ঠাকরের ভাইপো রাজ ঠাকরে। তাঁর পরিষ্কার কথা, ‘কারও প্রার্থনায় আমার আপত্তি নেই। কিন্তু মাইক বাজিয়ে নমাজ পড়া বরদাস্ত করা হবে না।’
মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে শনিবার মহারাষ্ট্রের সরকারকে মসজিদে লাউড স্পিকার বাজানো নিয়ে সতর্কতা জারি করেছেন। শনিবার মারাঠি নববর্ষ উপলক্ষ্যে শিবাজি পার্কের এক অনুষ্ঠানে বলেন, ‘মসজিদে কেউ প্রার্থনা করতেই পারেন। আমি কারও প্রার্থনার বিরোধী নই। কিন্তু মহারাষ্ট্র সরকারকে মসজিদে মাইক বন্ধ করা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। মসজিদে আপনারা কেন মাইক বাজান? ইসলাম ধর্ম যখন প্রতিষ্ঠা হয় তখন তো মাইক ছিল না।’ এরপরই হুঁশিয়ারির সুরে তিনি বলেন যে, ‘সরকার যদি মসজিদে মাইক ব্যবহার বন্ধ না করে, তাহলে এমএনএস কর্মীরাও সব মসজিদের সামনে মাইক লাগিয়ে একইভাবে হনুমান চালিশা বাজাবে।’
এখানেই শেষ নয়, রাজ ঠাকরে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলেন। মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা নিয়েও বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তিনি অনুরোধ জানিয়েছেন, মহারাষ্ট্রের মাদ্রাসা এবং মাজারগুলিতে তল্লাশি চালানোর জন্য। তাঁর দাবি, এসব জায়গায় পাকিস্তানি সমর্থক ক্রমশ বাড়ছে। তিনি আরও দাবি করেছেন যে, ‘মুম্বই পুলিশ সব জানে যে, মাদ্রাসায় ঠিক কী হয়। কিন্তু আমাদের বিধায়করা এঁদের ভোটব্যাঙ্ক হিসাবে ব্যবহার করছে। এঁদের আধার কার্ডও থাকে না। বিধায়করা তৈরি করে দেয়।’
এদিকে, রাজ ঠাকরে মহারাষ্ট্রের শিব সেনা সরকারকেও আক্রমণ করেছেন। পাশাপাশি উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘উত্তরপ্রদেশের উন্নতি দেখে আমি খুশি। আমরা মহারাষ্ট্রতে এমন বিকাশ চাই। আমি অযোধ্যা যাব। কিন্তু আমি এটা বলব না যে আমি সেখানে হিন্দুত্বের বিষয়ে কথা বলতে যাব।’
রাজ ঠাকরে স্পষ্ট জানিয়েছেন যে, তিনি হিন্দুত্বকেই প্রাধান্য দিতে চান। হিন্দুত্ব ইস্যুতে উদ্ধব ঠাকরের শিব সেনাকে টার্গেট করেন। বস্তুত কংগ্রেস এবং এনসিপির সঙ্গে হাট মেলানোর পর শিব সেনা উগ্র হিন্দুত্ব থেকে অনেকটা সরে এসেছে।