1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

‘শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক, ভাল কাটুক ২০২৩’! দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতি-মোদী-মমতার

আত্রেয়ী সেন

জানুয়ারি ১, ২০২৩, ০৩:৪৪ পিএম

‘শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক, ভাল কাটুক ২০২৩’! দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতি-মোদী-মমতার

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ ২০২২ শেষে ২০২৩-এ পা দিয়েছি আমরা। আরও একটা নতুন বছর, অনেক নতুন আশা-আকাঙ্ক্ষা নিয়ে পথচলা শুরু করল। নববর্ষের আনন্দে মাতোয়ারা গোটা বিশ্ব। বাঁধভাঙা উচ্ছ্বাস, আনন্দ-উন্মাদনায় নতুন বছরকে স্বাগত জানিয়েছে মানুষ। রাতভর চলেছে, দেদার আড্ডা, খাওয়া-দাওয়া, আর উৎসব। বর্ষবরণের রাতে ফেলে আসা বছরের শেষ মুহূর্তটুকু চেটেপুটে উপভোগ করেছে মানুষ। নববর্ষের প্রথম দিনে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকলের শুভেচ্ছা বার্তা একটাই, নতুন বছর যেন ভালই কাটে দেশবাসীর।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু টুইটারে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘২০২৩, নতুন বছরের হাত ধরে আপনাদের জীবনে আসুক নতুন অনুপ্রেরণা, লক্ষ্য় ও সাফল্য। চলুন আরও একবার আমরা দেশের ঐক্য, অখণ্ডতা এবং উন্নয়নের জন্য নিজেদের উৎসর্গ করি।’

এদিকে, বছর শেষে নিজের মাকে চিরতরে হারিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু তাও নিজের কর্তব্যে অবিচল থেকেছেন প্রধানমন্ত্রী মোদী। আর নববর্ষের শুরুতেো দেশবাসীকে শুভেচ্ছা জানাতে ভুললেন না। তিনি টুইটারে লিখেছেন, ‘দারুণ হোক ২০২৩। নতুন বছর আশা, আনন্দ ও প্রচুর সাফল্যে পরিপূর্ণ হোক নতুন বছর। সকলে সুস্থ থাকুন, সুস্বাস্থ্যের অধিকারী হোন।’

অন্যদিকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ফেসবুকে তিনি লিখেছেন ‘নতুন বছরে আনন্দ, সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধিতে পূর্ণ হোক সকলের জীবন।’ 

এছাড়াও শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ফেসবুকে পোস্ট করা ছবিতে লেখা হয়েছে, ‘নতুন বছরে পা দিয়েছি আমরা। তার আগে পুরনো বছরকে মনে রাখি ও কৃতজ্ঞ থাকি। গত বছরের মতো আপনার এই বছরটিও সুখ, সমৃদ্ধি ও সাফল্যে ভরে উঠুক।’

 

 

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন